শুরু হয়েছে ঘরে ফেরা। যাব যাব করে শুধু প্রতীক্ষায় থাকতে হয়- কখন সময় হবে আর সবাই ফিরব বাড়িতে। শত ব্যস্ততার মাঝে শুধু মনে হতে শুরু করে ফিরতে হবে আর একবার। অনেকদিন যাওয়া হয়নি। শুধু ফোনে কথা। বাড়ির কথা কার না মনে পড়ে।
অনেক প্রতীক্ষার পর সময়টা চলে এসেছে। ঈদের ছুটি। আগামী ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চলে নাড়ির টানে প্রিয় আপন গৃহে ফিরছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ঈদ উপলক্ষে গতকাল বুধবার থেকে আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ১২ দিনব্যাপী ছুটি ঘোষণা করেছে। আর এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী প্রিয় ক্যাম্পাস ছেড়ে বাড়ি ফিরতে শুরু করেছে।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণার প্রথম দিনেই ক্যাম্পাসের প্রধান ফটক, বিনোদপুর গেইট ও কাজলা গেইটে বাড়ি ফেরার উদ্দেশে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল থেকে ব্যাগ, লাগেজ ও স্যুটকেস নিয়ে শিক্ষার্থীদের ক্যাম্পাস ত্যাগ করতে। আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের অবস্থান একদমই নেই।
তবে যেসব শিক্ষার্থী ক্যাম্পাসে সাংবাদিকতা করেন, টিউশনি করান এমনকি যেসব শিক্ষার্থী আগামী ৩০ সেপ্টেম্বর বিসিএস পরীক্ষা রয়েছে তারা এখনো ক্যাম্পাসেই অবস্থান করছেন।
কাজলা গেইটে বাসের জন্য অপেক্ষমাণ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী প্রিয়া। কথা হয় তার সঙ্গে। তিনি মৃদু হাসিমুখে এক বাক্যে বলেন, ‘ক্যাম্পাস ছুটি তাই বাড়ি ফেরা। রমজানের ঈদের পরে আর বাসায় যাওয়া সম্ভব হয়নি পড়াশোনার কারণে। আর প্রিয়জনের সঙ্গে ঈদ পালন করা তো অন্যরকম ভালোলাগার মতো।’
সেখানেই দাঁড়িয়ে থাকা আরেক শিক্ষার্থী গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাসরিন আকতার। তিনি বলেন, ‘একটু আগেভাগেই এবার বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কোরবানির ঈদ এবার নানুর বাসায় করব। সবাই মিলে হই-হুল্লোড় আর আনন্দতে দিনগুলো কাটাব।’
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি আব্দুল মজিদ অন্তর বলেন, ‘ক্যাম্পাসে পাঁচটি বছর ধরে পড়াশোনা করছি। তবে এখন শেষের দিক হওয়াতে বাড়িতে ফেরা হয় একটু দেরিতেই। তবে বাড়িতে তো ফিরতে হবেই। ভালবাসার মানুুষের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করার জন্য।’
ক্যাম্পাসের কর্মরত সাংবাদিক মুস্তাফিজ রনি। দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি। তিনি বলছিলেন, তার বাড়ি ফেরার গল্প, এরই মধ্যে অনেক বন্ধু, বড় ভাই-আপু ক্যাম্পাস ছেড়ে বাড়িতে রওনা দিয়েছে।
কিন্তু এখনো আমি যেতে পারিনি। আর ছুটি হলেই তো আমাদের বাসায় ফেরা সবসময় সম্ভব হয় না। একটু দেরিতে হলেও বাড়িতে ফিরব প্রিয় মানুষগুলোর সঙ্গে ঈদ উদযাপন করতে।
প্রসঙ্গত, ১৮ সেপ্টেম্বর সকাল ৯টায় হলগুলো আবার খুলে দেয়া হবে। ১৯ সেপ্টেম্বর সোমবার থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা চলবে।
(ঢাকাটাইমস/৮ সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)