দুস্থদের সঙ্গে এনএসইউ সোশ্যাল ক্লাবের ঈদ আনন্দ ভাগাভাগি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৮ সেপ্টেম্বর, ২০১৬ ১৯:০৩:১১

কদিন বাদেই ঈদ। আনন্দ করবে সবাই। কিন্তু আসলে সবার কি সে সুযোগ থাকে? বিশেষ করে যারা গরিব? খরচ করার সামর্থ্য যাদের নেই তারা? এমন কিছু মানুষের জন্যই এগিয়ে এসেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সোশ্যাল সার্ভিসেস ক্লাব।
‘স্পন্সারিং ঈদ’ কার্যক্রমের মাধ্যমে্ এ আনন্দ ভাগ করে নেন ক্লাবটির সদস্যরা। ক্লাবের সদস্য, শিক্ষার্থী ও শিক্ষকদের প্রচেষ্টায় এই কার্যক্রমের তহবিল সংগ্রহ করা হয়। গত ৫ বছর ধরেই ক্লাবটি এমন নানা সামাজিক কার্যক্রম চালিয়ে আসছে।
বৃহস্পতিবার সকালে ৫০০ টি ব্যাগ গরিব, অসহায় ও ছিন্নমূলদের হাতে তুলে দেয়া হয় এই ক্লাবের পক্ষ থেকে। বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারীর পরিবার ও কুড়িল বস্তিবাসির মধ্য বিতরণ করা হয় এসব ব্যাগ। প্রতিটি ব্যাগে চাল, ডাল, তেল , ঘি, পেঁয়াজ , রসুন , আদা ,দুধ ও অন্যান্য মশলায় পূর্ণ ছিল।
ক্লাবের ভাইস প্রেসিডেন্ট আরমান হোসেন বলেন, ‘যতটুকু সম্ভব তা দিয়েই ঈদের আনন্দ সবার মাঝে বিলিয়ে দিতে পারার আনন্দের সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না।’ সংস্থাটির মিডিয়া ও পাবলিকেশন সম্পাদক মাইশা মালিহা খান বলেন, ‘আমাদের মূল লক্ষ্য সমাজকে এমন একটি জায়গায় নিয়ে যাওয়া যেখানে সবাই মিলেমিশে ঈদের খুশি সমানভাবে ভাগ করে নিতে পারি। ৫০০টি পরিবারকে সাহায্য করে আমাদের এ চেষ্টার শুরু মাত্র।’
(ঢাকাটাইমস/৮সেপ্টেম্বর/বিজ্ঞপ্তি/ইএস/ডব্লিউডি)