প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা
ঢাবির ৬৮০০ আসনে তিন লাখ ২৪৮৯ আবেদন
ঢাবি প্রতিবেদক, ঢাকাটাইমস
০৮ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:৪১:৩১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষায় অংশ নিতে পাঁচটি ইউনিটে মোট তিন লাখ দুই হাজার ৪৮৯ জন আবেদন করেছেন। এই পাঁচ ইউনিটে মোট আসন রয়েছে ৬৮০০টি।
অনলাইনের মাধ্যমে আবেদনগ্রহণ প্রক্রিয়া গতকাল বুধবার রাত ১২টায় শেষ হয়েছে। সংশ্লিষ্ট বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।
ক ইউনিটের ১ হাজার ৬৮০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৯১ হাজার ৯৩২ জন। এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৫৫ জন প্রার্থী। খ ইউনিটের ২ হাজার ২৪১টি আসনের বিপরীতে ৩৫ হাজার ৬৬ জন আবেদন করেছেন; একটি আসনের জন্য লড়বেন প্রায় ১৬ জন। গ ইউনিটের ১ হাজার ১৭০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৪৩ হাজার ৬৪টি; অর্থাৎ প্রতি আসনের বিপরীতে প্রায় ৩৭ জন লড়বেন। ঘ ইউনিটের ১ হাজার ৪৪০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১ লাখ ১৫ হাজার ৮০৮ জন। এই ইউনিটে একটি আসনের বিপরীতে লড়বেন ৮০ জন। চ’ইউনিটের ১৩৫টি আসনের বিপরীতে ১৬হাজার ৬১৯ জন আবেদন করেছেন। প্রতি আসনে প্রার্থী ১২৩ জন।
ব্যাংক সার্ভিস চার্জ ও অনলাইন সার্ভিস ফিসহ নির্ধারিত ভর্তি পরীক্ষার ফি ৩৫০ টাকা জমা দেয়ার শেষ তারিখ ছিল আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর)। প্রবেশপত্র ডাউনলোড করা যাবে খ এবং চ ইউনিট ১১ সেপ্টেম্বর বিকাল তিনটা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত; ক, গ এবং ঘ ইউনিট ১৫ সেপ্টেম্বর বিকাল তিনটা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত।
খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৩ সেপ্টেম্বর শুক্রবার, চ ইউনিটের ভর্তি পরীক্ষা সাধারণ জ্ঞান ২৪ সেপ্টেম্বর শনিবার, গ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩০ সেপ্টেম্বর শুক্রবার, ক ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ অক্টোবর শুক্রবার, ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ অক্টোবর শুক্রবার এবং চ ইউনিটের ভর্তি পরীক্ষা অংকন ১ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হবে।
(ঢাকাটাইমস/৮সেপ্টেম্বর/প্রতিনিধি/ইএস/মোআ)