logo ২০ এপ্রিল ২০২৫
নেত্রকোনার তিন রাজাকারের অভিযোগপত্র দাখিল ২৮ নভেম্বর
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৯ সেপ্টেম্বর, ২০১৬ ১২:৪০:৫২
image



একাত্তরে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার আটপাড়া উপজেলার তিন রাজাকারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিলের জন্য আগামী ২৮ নভেম্বর ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে আজ সোমবার এই আদেশ দেন।






রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন মুন্নী।






নেত্রকোনার এই তিনজন হলেন- শান্তি কমিটির সদস্য ও রাজাকার হেদায়েত উল্লাহ ওরফে মো. হেদায়েতুল্লাহ ওরফে আঞ্জু বিএসসি (৮০), রাজাকার এনায়েত উল্লাহ ওরফে মঞ্জু (৭০) ও রাজাকার সোহরাব ফকির ওরফে সোহরাব আলী ওরফে ছোরাপ আলী (৮৮)।






এদের মধ্যে দুই সহোদর আঞ্জু-মঞ্জু পলাতক, সোহরাব আলী কারাগারে রয়েছেন।






গত ৮ সেপ্টেম্বর এই তিন রাজাকারের বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেন তদন্ত সংস্থা। তদন্ত প্রতিবেদন দাখিল করলে  ট্রাইব্যুনাল ১৯ সেপ্টেম্বর আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য দিন নির্ধারণ করেন।






এই তিন জনের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় আটক, অপহরণ, নির্যা‌তন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, হত্যা, গণহত্যা ও দেশত্যাগে বাধ্যকরণের মতো ৬টি মানবতাবিরোধী অপরাধের সন্ধান পাওয়া গেছে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।






তিনজনেরই গ্রামের বাড়ি নেত্রকোনার আটপাড়া থানার কুলশ্রীতে। তবে আঞ্জু থাকেন রাজশাহীর বোয়ালিয়া থানার হেতেম খাঁ মেথর পাড়ায়। অন্যদিকে ছোরাপ একই জেলার মদন থানার জাহাঙ্গীরপুরে থাকেন।






সংস্থার অন্যতম কর্মকর্তা মোহাম্মদ আবদুর রশিদ এই মামলার তদন্ত করেন।






(ঢাকাটাইমস/ ১৯ সেপ্টেম্বর/ এমএবি/জেডএ)