logo ২০ এপ্রিল ২০২৫
নারায়ণগঞ্জে সাত খুন: তদন্ত কর্মকর্তার জেরা শুরু
নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
১৯ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:০২:০৬
image




সাত খুনের দুই মামলায় মামলার তদন্ত কর্মকর্তা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুনুর রশিদ ম-লের জেরা শুরু করেছেন আসামিপক্ষের আইনজীবীরা। সোমবার সকালে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে তাকে জেরা শুরু করেন আইনজীবীরা।  



রাষ্ট্রপক্ষের আইনজীবী ওয়াজেদ আলী খোকন জানান, গত ২৯ আগস্ট তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। তাকে জেরার মধ্য দিয়ে মামলাটি পরিণতি পাওয়ার দিকে আরেক ধাপ এগিয়ে গেলো।



সকালে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে মামলার প্রধান আসামি নূর হোসেন ও র‌্যাবের চাকরিচ্যুত তিন কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদ, এম এম রানা ও আরিফ হোসেনসহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়।



২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের লামাপাড়া থেকে সিটি করপোারেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাত জন অপহৃত হন। তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।



এই ঘটনায় দুটি মামলায় গত ৮ এপ্রিল নূর হোসেনকে প্রধান আসামি করে এবং র‌্যাবের তিন চাকরিচ্যুত কর্মকর্তাসহ ৩৫ আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। একটি মামলার বাদী নজরুলের স্ত্রী সেলিমা ইসলাম বিউটি নারাজি আবেদন দিলেও তা নাকচ হয়। আর গত ২ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়।



এই মামলার ৩৫ আসামির মধ্যে ২৩ জন গ্রেপ্তার থাকলেও র‌্যাবের আট সদস্যসহ ১২ জন পলাতক।



এই মামলায় গ্রেপ্তারদের মধ্যে নূর হোসেন, তারেক সাঈদ, রানা ও আরিফ ছাড়া এই মামলার অন্য আসামিরা হলেন, র‌্যাবের এসআই পূর্ণেন্দু বালা, এএসআই বজলুর রহমান ও আবুল কালাম আজাদ, হাবিলদার এমদাদুল হক ও নাসির উদ্দিন, কনস্টেবল শিহাব উদ্দিন ও বাবুল হাসান, আরওজি-১ আরিফ হোসেন, ল্যান্সনায়েক হীরা মিয়া, বেলাল হোসেন, ল্যান্স কর্পোরাল রুহুল আমিন, সিপাহী আবু তৈয়ব, নুরুজ্জামান ও আসাদুজ্জামান নূর এবং নূর হোসেনের সহযোগী মোর্তুজা জামান চার্চিল, আলী মোহাম্মদ, মিজানুর রহমান দীপু, রহম আলী ও আবুল বাশার।



এই মামলার পলাতক আসামিরা হলেন, র‌্যাবের সার্জেন্ট এনামুল কবীর, এএসআই  কামাল হোসেন, কর্পোরাল মোখলেছুর রহমান, সৈনিক আব্দুল আলিম, মহিউদ্দিন মুন্সী, আল আমিন শরীফ, তাজুল ইসলাম ও কনস্টেবল হাবিবুর রহমান।



(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/ডব্লিউবি)