logo ২০ এপ্রিল ২০২৫
কল্যাণপুরে জঙ্গি আস্তানার মামলায় অভিযোগপত্র পেছালো
আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
১৯ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:৪২:৪২
image



রাজধানীর কল্যাণপুরের জঙ্গি আস্তানায় অভিযানে হতাহতের ঘটনায় দায়ের করা মামলায় অভিযোগপত্র দাখিলের নতুন তারিখ আগামী ৩১ অক্টোবর ধার্য করেছে আদালত।






সোমবার মামলার অভিযোগপত্র দাখিলের দিন ধার্য থাকলেও তদন্ত কর্মকর্তা আজ দাখিল না করায় ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম এ দিন ধার্য করেন।






গত ২৫ জুলাই রাজধানীর কল্যাণপুরের ৫ নম্বর সড়কে ‘জাহাজ বিল্ডিংয়ে’  জঙ্গি অস্তানায় রাতভর অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকালে এক ঘণ্টার মূল অভিযানে নয় জঙ্গি নিহত ও একজন (রিগ্যান) আহত হন। তারা সবাই জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে জানিয়েছে পুলিশ।






ঘটনার দু’দিন পর মিরপুর মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. শাহ জালাল আলম সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় ১০ জনকে আসামি করা হয়। আসামিদের মধ্যে রিগ্যান নামের এক আসামি আটক রয়েছেন।






(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/আরজেড/জেবি)