নাশকতার আরেক মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিচার শুরু হয়েছে। এই মামলায় তার সঙ্গে আসামি আছেন দলের বিভিন্ন পর্যায়ের আরও ৭৩ নেতা-কর্মী।
মঙ্গলবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট আলী মাসুদ শেখের আদালতে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই বিচার শুরু হলো।
মির্জা ফখরুলের অন্যতম আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপি মহাসচিবের বিরুদ্ধে নাশকতার ঘটনায় মোট ৮৪টি মামলা আছে। এর মধ্যে অন্তত ২৫টির বিচারাধীন।
মঙ্গলবার যে মামলায় ফখরুলের বিচার শুরু হয় সেটি দায়ের করা হয়েছিল ২০১২ সালের ডিসেম্বরে। ৯ ডিসেম্বর তৎকালীন ১৮ দলীয় জোটের অবরোধ চলাকালে ফকিরাপুল থেকে পল্টনের ভিআইপি রোড পর্যন্ত সড়কে গাড়ি ভাঙচুর ও আগুন দেয়া হয়। এই ঘটনায় পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের ভূঁইয়া বাদী হয়ে মামলা করেন।
২০১৪ সালের ২৮ জুলাই পল্টন থানার উপপরিদর্শক আবু জাফর মির্জা ফখরুলসহ ৭৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
এই মামলায় মির্জা ফখরুল ছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে উল্লেখযোগ্য কেউ নেই। সবাই ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মী।
শুনানিকালে মির্জা ফখরুলসহ অর্ধশতাধিক আসামি আদালতে উপস্থিত ছিলেন। অনুপস্থিত আসামিদের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আগামী ৪ ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেন বিচারক।
শুনানিতে আসামিপক্ষে উপস্থিত ছিলেন মাসুদ আহমেদ তালুকদার, বোরহান উদ্দিন, জয়নুল আবেদীন মেজবাহসহ প্রমুখ। এই মামলাকে রাজনৈতিক হয়রানিমূলক দাবি করে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন না করার দাবি জানান তারা।
শুনানিতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন আবদুর রহমান খান কাজল। তিনি বলেন, পুলিশের তদন্তে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়েছে। আসামিরা পরস্পর যোগসাজসে নাশকতার মাধ্যমে সরকার উৎখাতের পরিকল্পনা করেছিল।
ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/ডব্লিউবি