ব্লগার নিলয় হত্যা মামলায় প্রতিবেদন দাখিল হয়নি
আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
২০ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:০৬:১১
ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় ওরফে নিলয় নীল হত্যা মামলায় গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রতিবেদন দাখিল করেনি।
মঙ্গলবার মামলাটিতে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক শেখ মাহমুদুর রহমান প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আমিরুল হায়দার চৌধুরী আগামী ১ নভেম্বর প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেন।
মামলাটিতে সাতজন আসামি গ্রেপ্তার হয়েছেন। তারা হলেন, নিলয়কে ফেসবুকে হত্যার হুমকিদাতা মুফতি মাওলানা আবদুর গাফফার, আনসার আল ইসলাম নামে ফেসবুক পেজ থেকে হত্যার দায় স্বীকারকারী মর্তুজা ফয়সাল সাব্বির ও তারেকুল আলম তারেক, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর ভাতিজা সাদ আল নাহিয়ান এবং জনৈক মাসুম রানা, কাউছার হোসেন খান ও কামাল হোসেন সরদার।
২০১৫ সালের ৭ আগস্ট রাজধানীর গোড়ানে বাসায় ঢুকে নীলাদ্রি চট্টোপাধ্যায়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় নিলয়ের স্ত্রী আশামনি অজ্ঞাত চারজনকে আসামি করে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/আরজেড/জেবি)