logo ২০ এপ্রিল ২০২৫
খালেদার রাষ্ট্রদ্রোহের মামলায় প্রতিবেদন দেয়ার নতুন তারিখ
আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
২০ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:৪৭:০৫
image




বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চার জনের বিরুদ্ধে হত্যা ও রাষ্ট্রদ্রোহের মামলায় প্রতিবেদন দিতে নতুন তারিখ দিয়েছে আদালত। মঙ্গলবার নির্ধারিত দিনে প্রতিবেদন দাখিল না করেনি পুলিশ। পরে ৩০ নভেম্বর প্রতিবেদন দাখিলের দিন ধার্য করে আদালত।



ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম এই নতুন তারিখ ধার্য করেন। মামলার অন্য তিন আসামি হলেন, চেয়ারপারসনের উপদেষ্টা এমাজউদ্দিন আহম্মেদ, সাবেক ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া।  



২০১৫ সালের ২ ফেব্রুয়ারি বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী মামলাটি দায়ের করেন। এরপর আদালত গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। দ-বিধি ৩০২, ১০৯ ও ১২০ (বি) ধারায় মামলাটি দায়ের করা হয়।



বিভিন্ন পত্রিকার সংবাদের উদ্ধৃতি দিয়ে মামলায় উল্লেখ করা হয়, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান অবরোধ ও হরতালে ২০১৫ সালের ৫ জানুয়ারি থেকে এ পর্যন্ত ৪২ জনকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। যাদের মধ্যে ২০১৫ সালের ২৭ জানুয়ারি ট্রাক চালক আব্দুর রহমান ও বকুল দেবনাথ, ২০১৫ সালের ১৩ জানুয়ারি আড়াই বছরের শিশু সাফির, জেসমিন আক্তার, ওই বছর ১৫ জানুয়ারি স্কুল ছাত্র রাজন আলী, বাসচালকের সহকারী তোফাজ্জল, ট্রাক চালকের সহকারী সোহাগ বিশ্বাস রয়েছেন।



মামলায় বলা হয়, এই হত্যার দায়ভার অবরোধ ও হরতাল আহ্বানকারী ২০ দলীয় জোটের প্রধান বিএনপি নেত্রী খালেদা জিয়া এবং অপর তিন আসামির ওপর বর্তায়। অন্যদিকে অনির্দিষ্টকালে অবরোধ ও হরতাল দিয়ে মানুষ হত্যা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধঘোষণার সামিল হিসেবে রাষ্ট্রদ্রোহিতার অপরাধের মধ্যে পড়ে।



ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/ডব্লিউবি