ফরিদপুরে ধর্ষণ মামলায় আরও দুই আসামি কারাগারে
ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
২০ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:৩৫:০৩

ফরিদপুরের চরভদ্রাসনের চরশালেপুর গ্রামের অষ্টম ও নবম শ্রেণির দুই স্কুলছাত্রীকে ধর্ষণ করে সেই ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার মামলায় আরও দুই আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার বেলা ১১টার দিকে ফরিদপুরের দুই নম্বর আমলি আদালতে ওই দুই আসামি আত্মসমর্পন করে জামিন চাইলে হাকিম মো. মইনুল ইসলাম তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তারা হলেন- সিরাজ শেখ ও শফি মোল্লা। এ নিয়ে মামলার পাঁচ আসামির মধ্যে চারজনকেই আদালত কারাগারে পাঠানো হয়েছে। মামলার অপর আসামি ঘটনার পরপরই বিদেশে পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা যায়নি।
এর আগে গত রবিবার ওই মামলার প্রধান দুই আসামি উজ্জ্বল খান ও ইলিয়াস বেপারী আদালতে এসে আত্মসমর্পন করলে আদালত তাদেরও জেলহাজতে পাঠানোর আদেশ দেয়।
গত ১৪ এপ্রিল বাংলা নববর্ষের প্রথম দিনে ওই এলাকার পাঁচ তরুণ উজ্জ্বল খান, ইলিয়াস বেপারী, শুকুর আলী সিকদার, সিরাজ শেখ ও শফি মোল্লা স্কুলপড়–য়া দুই কিশোরী বোনকে রাস্তা থেকে ধরে পাশের এক ভুট্টা ক্ষেতে নিয়ে গণধর্ষণ করে। পরে মোবাইলে সে চিত্র ভিডিও করে রাখে। প্রায় দেড় মাস পর ধর্ষণের ভিডিও চিত্র ইন্টারনেটে ছেড়ে দেয় তারা।
চরভদ্রাসন থানার ওসি রাম প্রসাদ এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, এই মামলার এজাহারভুক্ত পাঁচ আসামির মধ্যে শুকুর আলী সিকদার নামের একজন বিদেশে পালিয়ে গেছে।
আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে দ্রুত এ মামলার অভিযোগপত্র দেয়া হবে বলে জানান ওসি।
(ঢাকাটাইমস/২০ সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)