২৫ মে ২০১২। বাংলাদেশ নিউমিসম্যাটিক কালেক্টরস সোসাইটির (বিএনসিএস) প্রথম মুদ্রা প্রদর্শনী শুরু হলো ঢাকার জিপিওতে। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। তিনি এই মুদ্রা প্রদর্শনী দেখে মুগ্ধ হন। বিএনসিএসর সভাপতি অমলেন্দ্র সাহা, সাধারণ সম্পাদক এম এ কাশেম, মুদ্রা সংগ্রাহক রবিউল ইসলাম ও এস বি সালাম তুহিনের সঙ্গে গভর্নর আলোচনায় বসলেন। কীভাবে একটি কারেন্সি মিউজিয়াম গঠন করা যায়, শুরু হলো সেই আলোচনা-পর্যালোচনা। বাংলাদেশ ব্যাংকে একটি স্বল্পপরিসরে কারেন্সি মিউজিয়াম আগে থেকেই ছিল। কিন্তু সেখানে সর্বসাধারণের প্রবেশাধিকার ছিল না। টাকা জাদুঘরের প্রথম দিকের উপহারদাতা হিসেবে ছিলেন এম এ কাশেম, অমলেন্দ্র সাহা, ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম।