গুজব ছড়ানোর অভিযোগে বন্ধ থাকা নিউজ পোর্টাল বাংলামেইল কার্যালয়ে অবস্থান নিয়েছেন প্রতিষ্ঠানটির সংবাদকর্মীরা।
বকেয়া বেতন-ভাতার দাবিতে শুক্রবার সকালে তারা প্রতিষ্ঠানটির পল্টনের স্কাউট ভবনের কার্যালয়ের সামনে অবস্থান নেন।
নিউজ পোর্টালটির নির্বাহী সম্পাদক মাকসুদুল হায়দার চৌধুরী বলেন, ‘বন্ধ থাকা নিউজ পোর্টালটির কর্মীরা গত দুই মাস যাবৎ বেতন-ভাতা পাচ্ছেন না। পোর্টালটির কার্যক্রম আবার কবে শুরু করবে তারও ঠিক নেই। এমন অবস্থায় কর্মীরা অনিশ্চয়তা এবং অর্থাভাবে দিন কাটাচ্ছেন।’
তিনি বলেন, ‘কর্তৃপক্ষের সঙ্গে বার বার কথা বলে কেবল আশ্বাসই মিলেছে। বিষয়টির কোনো সুরাহা হয়নি। এমন অবস্থায় সকাল থেকে সংবাদকর্মীরা কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন।’
পোর্টালটির সাবেক রিপোর্টার রাফসান জানি বলেন, ‘সাংবাদিকরা সবার অধিকার নিয়ে কাজ করলেও নিজেরাই বঞ্চিত হন। এমন অবস্থার পরিবর্তন চাই। ন্যায্য পাওনা বুঝিয়ে না দেয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে।’
গুজব ছড়ানোর অভিযোগে গত ৭ আগস্ট রাতে বাংলামেইল কার্যালয়ে অভিযান চালায় আইনশৃংখলা বাহিনী। এ সময় পোর্টালটির সম্পাদকসহ তিনজনকে আটক করা হয়।
পরদিন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে রাজধানীর পল্টন থানায় পত্রিকাটির মালিক ও প্রকাশক সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফজলুল আজিমসহ ওই তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হয়। মামলা করার পাশাপাশি পোর্টালটি বন্ধ করে দেয়া হয়। মামলাটিতে বর্তমানে তারা জামিন আছেন।