নতুন ১৭২ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। এদের মধ্যে ৩০ জন স্থায়ী সদস্য এবং বাকি ১৪২ জন সহযোগী সদস্য।
বুধবার ডিআরইউ এর সাগর-রুনি মিলনায়তনে নবীন বরণ অনুষ্ঠানের মাধ্যমে নতুন সদস্যদের হাতে চিঠি তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু পেশাদার সাংবাদিকদের এ সংগঠনের লাইব্রেরির জন্য শ্রম মন্ত্রণালয়ের অনুদান সহায়তারও ঘোষণা দেন।
নতুন সদস্যদের অভিনন্দন জানিয়ে ডিআরইউ’র সভাপতি জামাল উদ্দীন বলেন, ‘এতোজনকে সদস্য পদ দেওয়ায় অনেক সমালোচনা হয়েছে। কিন্তু আমরা পেশাদার সাংবাদিকদের সদস্য পদ দেওয়ার পক্ষে’। তিনি বলেন, যোগ্যতা থাকার পরও এতদিন যারা সদস্য হতে পারেননি এবার তাদের সদস্য করা হয়েছে। আশা করছি নতুন সদস্যরা ডিআরইউর নিয়ম-কানুন সঠিকভাবে মেনে চলবেন।
সাধারণ সম্পাদক রাজু আহমেদ বলেন, ডিআরইউ মাঠের সাংবাদিকের সংগঠন। এবার আমরা একসঙ্গে ১৭২ জনকে সদস্য করেছি। আমরা মনেকরি যোগ্য সকল সংবাদকর্মীদের ডিআরইউর সদস্য পদ পাওয়া উচিত।
অনুষ্ঠানে ডিআরইউ’র সাংগঠনিক সম্পাদক শেখ জামাল উদ্দিনসহ সিনিয়র সদস্যরা উপস্থিত ছিলেন।