প্রকাশ : ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ২২:৩৮:৪৫আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:৪৫:৩৫
পর্যটন নিয়ে ঢাকাটাইমস ও এই সময়ের গোলটেবিল শনিবার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
দেশের একটি সম্ভাবনাময় খাত পর্যটনশিল্প। দেশের উন্নয়ন-অগ্রগতিতে বড় অবদান রাখতে পারে এই খাত। পর্যটন করপোরেশনের তথ্যমতে, একজন পর্যটক এলে সাতজনের কর্মসংস্থান হয়।
সম্ভাবনাময় এই পর্যটনশিল্প নিয়ে একটি গোলটেবিল আলোচনার আয়োজন করেছে দেশের অন্যতম জনপ্রিয় নিউজপোর্টাল ঢাকাটাইমস ও সাপ্তাহিক ‘এই সময়’। ‘পর্যটন শিল্পের চার দশক: প্রাপ্তি ও সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকটি শনিবার বেলা ১১টায় বসবে রাজধানীর মহাখালীতে বাংলাদেশ পর্যটন করপোরেশন মিলনায়তনে।
ঢাকাটাইমস ও সাপ্তাহিক এই সময়-এর সম্পাদক আরিফুর রহমান, ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল পারভেজ এ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক আফজাল হোসেন, প্রাইম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ আর খান, ট্যুরিজম পুলিশের এএসপি মীর জিয়াউল হক, ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মার্কেটিং কমিউনিকেশন কর্মকর্তা সাহিদুস সিদ্দিক, পর্যটন বিচিত্রার সম্পাদক ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটির সিইও মহিউদ্দিন হেলাল, ট্যুর অপারেটরস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) প্রেসিডেন্ট তৌফিক উদ্দিন আহমেদ, প্রাণ আরএফএলের হেড অব মার্কেটিং অ্যান্ড ব্রান্ডিং আরিফুর রহমান, ঢাকাটাইমস ও সাপ্তাহিক এই সময়-এর হেড অব মার্কেটিং অ্যান্ড ব্রান্ডিং কাওসার সিদ্দিক তুলা, সাপ্তাহিক এই সময়ের সহযোগী সম্পাদক স্বকৃত নোমান, এএএ ইউএস বাংলা গ্রুপের মার্কেটিং ডিরেক্টর ও সিইও মারিয়া ফাকির, সাপ্তাহিক এই সময়ের প্রধান প্রতিবেদক হাবিবুল্লাহ ফাহাদ, ইমপিরিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রফেসর ওলিউল্লাহ ও পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা গোলটেবিল বৈঠকে অংশ নেবেন।