বাংলাদেশকে আবারও সোনালী আঁশের দেশ হিসেবে রূপান্তর করে পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকার সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে প্রতিমিন্ত্রী মির্জা আজম।
মঙ্গলবার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে পাট বিষয়ক উপদেষ্টা কমিটির সভায় তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০’ সুষ্ঠুভাবে শতভাগ বাস্তবায়ন করা হয়েছে। খুব তাড়াতাড়ি আরও ১২টি পণ্য মোড়কীকরণের ক্ষেত্রে পাটজাত পণ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। এছাড়াও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পাটকে কৃষিপণ্য হিসেবে ঘোষণা করেছেন।
এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সচিব এম এ কাদের সরকার, বিজেএমসি চেয়ারম্যান ড. মাহমুদুল হাসান, অতিরিক্ত সচিব নজরুল আনোয়ার ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, পরিকল্পনা কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড এবং পাট বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় পাটজাত পণ্যকে কৃষিপণ্য ও প্রক্রিয়াজাত কৃষিপণ্যের তালিকাভুক্ত করার বিষয়ে প্রধানমন্ত্রীর প্রদত্ত সানুগ্রহ ঘোষণাকে জরুরি ভিত্তিতে বাস্তবায়ন বিষয়ে অগ্রগতি পর্যালোচনা হয়। পাটশিল্পের ব্লক ঋণ ফেরত দেয়ার সময় পাঁচ বছর থেকে বৃদ্ধি করে ১০ বছর করার বিষয়ে আলোচনা হয়। ইডিএফ ফান্ডের মতো পাটশিপের জন্য ২ ভাগ সুদে ৫০০০ হাজার কোটি টাকার পুনঃঅর্থয়ন তহবিল তৈরি করার বিষয়ে আলোচনা হয় । এছাড়াও পাটশিল্পকে বাংলাদেশ ব্যাংকের গ্রিন ফান্ডিংয়ের আওতায় নিয়ে আসা, ব্যাংক ঋণের সুদের হার কমিয়ে একক অংকে আনাসহ সরকারি ও বেসরকারি ব্যাংকের সুদের হার সমতায় আনার বিষয়ে বিস্তর আলোচনা হয়।