ভারতে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর পদে বাংলাদেশি
প্রকাশ : ২০ সেপ্টেম্বর, ২০১৬ ২১:১৯:০১আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০১৬ ২১:১৯:৫৬
ভারতে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর পদে বাংলাদেশি
ঢাকাটাইমস ডেস্ক
ভারতে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত অর্থনীতিবিদ জুনায়েদ কামাল আহমেদ। সাবেক কান্ট্রি ডিরেক্টর অন্ন রুহলের চার বছরের মেয়াদ শেষ হওয়ায় তাকে নিয়োগ দিয়েছে ব্যাংকটি।
বিশ্বব্যাংকের ওয়েবসাইটে বলা হয়েছে, জুনাইদ আহমদ বাংলাদেশি বংশোদ্ভূত। এর আগে তিনি বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম অং কিমের চিফ অব স্টাফের দায়িত্ব পালন করেছিলেন।
দক্ষিণ এশিয়ায় নিযুক্ত বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট অ্যান্নেত্তি ডিক্সন বলেছেন, সামাজিক উন্নয়ন, নগরায়ন ও পানি সংকটপূর্ণ এলাকায় জুনাইদের কাজ করার সমৃদ্ধ অভিজ্ঞতা ভারতের নিজস্ব উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ও বিশ্বব্যাংকের কৌশল বাস্তবায়ন নিশ্চিত করবে।
১৯৯১ সালে জুনায়েদ কামাল একজন তরুণ হিসেবে বিশ্বব্যাংকে যোগদান করেন এবং বিশ্বব্যাংকের হয়ে আফ্রিকা ও পূর্ব ইউরোপে অবকাঠামো উন্নয়নে কাজ করেছেন। এর আগে তিনি বিভিন্ন ব্যাংকিং ব্যবস্থাপনা কার্যক্রম নিয়ে কাজ করেছেন। পাশাপাশি নেতৃত্ব দিয়েছেন আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা, ভারত ও দক্ষিণ এশিয়ার সহ বিভিন্ন অঞ্চলে ব্যাংকগুলোতে ব্যাংকিং ব্যবস্থাপনা কর্মশালার।
যুক্তরাজ্যের স্টানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ফলিত অর্থনীতিতে পিএইচডি এবং অর্থনীতিতে ব্রাউন বিশ্ববিদ্যালয় থেকে এমপিএ করা জুনায়েদ কামাল আহমেদের ব্যবস্থাপনা এবং ব্যাংকিং ব্যবস্থাপনা নিয়ে অগাধ পাণ্ডিত্য রয়েছে।