ময়মনসিংহে নদী -নালা, খাল-বিল, পুকুর-ডোবা ভরাট, ঝোপ-ঝাঁড় বিনষ্ট, পানি দূষণ, খাদ্যাভাব, ও মানুষের আক্রমণে পরিবেশের বন্ধু কচ্ছপ হারিয়ে যাচ্ছে। একসময় এই এদের জেলার সর্বত্রই পানিতে ও স্থলে অবাধে বিচরণ করতে দেখা যেত। এখন দেখা মেলে কালে ভদ্রে।
ঘাস, আগাছা, পাতা-গুল্ম ফুল আর ফল খেয়ে ৫০ থেকে দেড়শ বছর বয়স পর্যন্ত বেঁচে থাকে কচ্ছপ। মেয়ে কচ্ছপ ১ থেকে ৩০টি পর্যন্ত ডিম পাড়ে। ডিম ফুটে বাচ্চা বের হতে সময় লাগে ৬০ থেকে ১২০ দিন। কদাচিৎ বাজারে ওঠা দেশি প্রজাতির কচ্ছপ ৫ থেকে ৬শ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা যায়।
জানা যায়, পৃথিবীর ২৭০ প্রজাতির কচ্ছপের মধ্যে প্রায় ১শ বিপন্ন হয়ে পড়েছে। নদী-পুকুরের পানি পরিষ্কারকারী কচ্ছপ সরীসৃপ প্রজাতির প্রাণী। পৃথিবীতে ৫ হাজার ৩শ প্রজাতির সরীসৃপের মধ্যে ৪৫ ভাগ বিপন্ন হয়ে পড়েছে।