অপরিচ্ছন্ন পরিবেশ,মিষ্টির উপর মাছি ও পণ্যের গায়ে লেভেল না থাকায় জরিমানা গুণতে হলো বিক্রমপুর ও ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারকে। আজ বৃহস্পতিবার রাজধানীতে ভেজালবিরোধী অভিযানে এই জরিমানা করা হয়।
বৃহস্পতিবার রাজধানীতে ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫) এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যৌথ অভিযানে জরিমানা করা হয় এই দুই মিষ্টির দোকানকে। এছাড়া আজ আরও কয়েকটি রেস্টুরেন্টকেও জরিমানা করা হয়েছে।
এপিবিএন-৫ এর সহকারী পুলিশ সুপার সাইদুর রহমান ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুজ্জামান শরীফ এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকারীরা কলাবাগানের লেকসার্কাস রোডের বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারে হানা দেয়। সেখানে গিয়ে মিষ্টির দোকানে অপরিচ্ছন্ন পরিবেশ দেখতে পান। এছাড়া মিষ্টির উপর এসময় মাছি ভন ভন করতে দেখা যায়। এছাড়া বিক্রির জন্য রাখা পন্যের মোড়কে উৎপাদনের তারিখ ও পন্যের মেয়াদ লেখা না থাকায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক চন্দন বিশ্বাসকে ৫০ হাজার টাকা জরিমানা করে।একই সঙ্গে তাদের সতর্ক করে দেয়া হয়।
পরে কলাবাগানে ‘ভাগ্যকুল মিষ্টান্ন ভাণ্ডারে’ অভিযান চালানো হয়। সেখানেও গিয়ে অপরিচ্ছন্ন পরিবেশ ও পণ্যের গায়ে লেভেল না দেখতে পেয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক সম্রাট ঘোষকে ২০ হাজার জরিমানা করা হয়।
অন্যদিকে লাইসেন্স না থাকায় ধানমন্ডির ‘দি কফি বিন এন্ড টি লিভ রেস্টুরেন্টকে’ ১০ হাজার টাকা, গুলশান-২ এর ‘ইসতাম্বুল তারকিস রেষ্টুরেন্টকে’ ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে রাস্তার ওপর নির্মাণ সামগ্রী রাখার দায়ে গুলশান-২ এ মোঃ ইমরান হোসেন নামে এক জনকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
আজকের এই অভিযানে মোট ১ লক্ষ ৮৭ হাজার টাকা জরিমানা করা হয় বলে এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়েছে।