বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য প্রার্থীদের হাজার হাজার জিনিস মনে রাখতে হয়। সহজে কিভাবে তথ্য মনে রাখা যায় এ নিয়ে পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়এ বিভিন্ন গবেষণা চলছে। এসব গবেষণার উপর নির্ভর করে অনেক ই-লার্নিং অ্যাপস এবং ওয়েবসাইট তৈরি হচ্ছে । কিন্তু বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির জন্য তৈরি করা এটি এধরনের প্রথম অ্যাপ। মানুষের মনে রাখার কৌশল এর উপর নির্ভর করে এই অ্যাপটি একটু বিশেষ ভাবে তৈরি করা। অ্যাপটির নাম হচ্ছে প্রো বিসিএস প্রিপারেশন অ্যাপটি তৈরি করেছেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের দুই প্রাক্তন ছাত্র এন, এম আলী হায়দার এবং সৌম্য দর্শন রাউত। আলী হায়দার বলেন, ‘কিছু মনে রাখার জন্য আমরা যদি মজা করে পড়তে পারি তাহলে সেটা মনে থাকে বেশি। তাই আমরা অ্যাপটিকে এমন ভাবে তৈরি করেছি যেন সবার মনে হয় এটি একটি গেম। আর এই বেপারটাই সবাইকে মনে রাখতে সাহায্য করবে আশা করি। অ্যাপটি এখন বেটা ভার্সনে রয়েছে। আমরা আরো নতুন নতুন ফিচার যোগ করে যাচ্ছি যেন অ্যাপটি শুধুমাত্র বিসিএস প্রস্তুতির জন্য নয়, বাংলায় তৈরি প্রথম এবং কার্যকরী ই-লার্নিং অ্যাপ হয়।’
অ্যাপটিতে এখন আছে ৩০০০ এর বেশি উপর প্রশ্ন ও সমাধান। প্রতিদিন ১০০ এর মতো নতুন প্রশ্ন যোগ হচ্ছে। অ্যাপটি ডাউনলোড করা যাবে এই লিংকে https://goo.gl/RyOKYF