ভারতের বাজারে নতুন একটি ফোন অবমুক্ত করার ঘোষণা দিয়েছে স্যামসাং। ফোনটির মডেল গ্যালাক্সি অন৮। এই ফোনটি পাওয়া যাবে ২ অক্টোবর থেকে। এতে থাকছে ৩ জিবি র্যাম।
সম্পূর্ণ মেটাল বডির এই ফোনে রয়েছে ৫.৫ ইঞ্চির ফুল এইচডি সুপার অ্যামোলিড ডিসপ্লে। এতে আছে ১.৬ গিগাহার্টজ অক্টা-কোর প্রসেসর, ৩ জিবি র্যাম এবং ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
স্যামসাংয়ের নতুন ফোনটির রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের। রিয়ারে আছে ফ্ল্যাশ। ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেলের।
অ্যানড্রয়েড ৬.০ মার্সম্যালো অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটি ওয়াই-ফাই, জিপিএস, ব্লুটুথ, এফএম এবং ফোরজি নেটওয়ার্ক সমর্থন করে। এর ব্যাটারি ৩৩০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের।
ফোনটিতে আছে এস বাইক মোড এবং আলট্রা ডেটা সেভিং মোড। ভারতের বাজারে এর দাম ১৫ হাজার ৯০০ টাকা।