যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার ভেটোকে প্রথমবারের মতো উপেক্ষা করে পাস হলো জাসটা বিল। বুধবার সিনেটে ৯৭-১ ভোটে ও কংগ্রেসে ৩৩৮-৭৪ ভোটে বিলটি পাস হয়। এই কারণে বিলটি এখন আইনে পরিণত হলো। বিলটি পাসের কারণে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যেরা সৌদি আরব সরকারের বিরুদ্ধে মামলা করতে পারবে। আর এই বিল পাসকে কংগ্রেসের বড় ভুল হিসেবে দেখছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। খবর বিবিসির।
ওবামা বলেন, ‘এই বিলটি বিশ্বজুড়ে প্রতিটি ব্যক্তির জন্য ‘বিপজ্জনক’ নজির স্থাপন করবে। এই আইনের কারণে এখন অন্য দেশের নাগরিকরা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও মামলা করতে পারবে।’
মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-এর পরিচালক জন ব্রেননান ওবামার সঙ্গে একমত পোষণ করে বলেছেন, জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে এই বিলটি ‘কবরের সমতুল্য’। এর নেতিবাচক প্রভাব ব্যাপক।
জাস্টিস এগেইনস্ট স্পন্সরস অব টেরিরিজম(জাসটা) আইনের কারণে নাইন এলিভেন হামলায় ক্ষতিগ্রস্ত বা ক্ষতিগ্রস্তের পরিবার সৌদি আরব সরকারের বিরুদ্ধে মামলা করতে পারবে।
এই হামলায় ১৯ জন অপহরণকারীদের মধ্যে ১৫ জনই সৌদি আরবের। তবে সৌদি আরব সরকার এই হামলার সঙ্গে তাদের কোনো ধরনের সংশ্লিষ্টতা অস্বীকার করে আসছে। সৌদি আরব যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। নাইন এলিভেন হামলায় প্রায় তিন হাজার মানুষ মারা যায়। নিহতদের অধিকাংশই মার্কিন নাগরিক।
মার্কিন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা এই হামলার সঙ্গে কয়েক জন ছিনতাইকারীর যোগসূত্র পেয়েছেন। তবে সৌদি সরকার হামলাকারীদের সমর্থন দিয়েছেন বা অর্থ সরবরাহ করেছেন এমন কোনো প্রমাণ পাননি তারা।
বারাক ওবামা বুধবার সিএনএনকে বলেন, ‘এটি একটি বিপজ্জনক নজির। মাঝে মাঝে আপনাকে কঠোর হতে হয় তার উদাহরণ এটি। আমি নির্দ্বিধায় বলতে চাই, কংগ্রেস কঠিন কাজটাই করেছে। উদ্বেগের বিষয় হচ্ছে, আমি সৌদি আরবের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারব না। তবে নাইন এলিভেন হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আমার সহমর্মিতা রয়েছে।’