‘সার্জিক্যাল স্ট্রাইকে’ ব্যবহার হয়েছে অত্যাধুনিক অস্ত্র
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:০৭:০৭
‘সার্জিক্যাল স্ট্রাইকে’ ব্যবহার হয়েছে অত্যাধুনিক অস্ত্র
আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
কাশ্মির সীমান্তে নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাকিস্তানের অভ্যন্তরে ভারতের কমান্ডো অভিযান ‘সার্জিক্যাল স্ট্রাইক’ বা সামরিক অভিযানে ৩৮ জন জঙ্গি এবং দুই পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে। এই অভিযানে অত্যাধুনিক সব অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে খবরে প্রকাশ।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, ২৫ জন প্যারা কমান্ডোকে হেলিকপ্টারে করে কাশ্মির সীমান্ত্রের নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাকিস্তানের অভ্যন্তরে নামিয়ে দেয়া হয়। এরপর হেলিকপ্টারটি ভারতের সীমান্তে ফিরে আসে। ভারতীয় সেনারা কাদা, পাথর এবং ল্যান্ডমাইন অতিক্রম করে পাকিস্তানের অভ্যন্তরে তিন কিলোমিটার ভেতরে প্রবেশ করে। তাদের লক্ষ্য ছিল পাঁচটি জঙ্গি আস্তানা। যেখানে প্রচুর সংখ্যক জঙ্গি ছিল। জঙ্গি আস্তানাগুলোর অবস্থান ছিল পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মিরের বিমবার, কেল, টাট্টাপানি এবং লিপা সেক্টরে।
প্রতিবেদনটিতে আরও বলা হয়, সার্জিক্যাল স্ট্রাইক দল ছয়টি জায়গা লক্ষ্য করে হামলা চালায়। তারমধ্যে তিনটি জঙ্গি আস্তানা পুরোপুরি ধ্বংস করা হয়েছে। ভারতীয় কমান্ডোরা ট্যাভর (অত্যাধুনিক মেশিন গান), এম-৪ রাইফেল, গ্রেনেড এবং স্মোক গ্রেনেড ব্যবহার করে। তাছাড়া, তারা আন্ডার ব্যারেল গ্রেনেড লঞ্চার (ইউবিজিএল), নাইট ভিশন ডিভাইস এবং ক্যামেরা সমৃদ্ধ হেলমেট ব্যবহার করেছে।
অভিযানটি সুনির্দিষ্ট লক্ষ্য এবং দ্রুততার সঙ্গে পরিচালনা করা হয়েছিল। এতে ৩৮ জঙ্গি এবং দুজন পাক সেনা নিহত হয়। ল্যান্ডমাইন বিস্ফোরণে ভারতের দুজন প্যারা কমান্ডো আহত হয়েছে।