প্রকাশ : ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:৪৯:০১আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:৪১:১৭
ভারতীয় সেনাদের গায়ে ‘একটি আঁচড়ও লাগেনি’
আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
পাকিস্তানের অভ্যন্তরে ভারতের ‘সার্জিক্যাল স্ট্রাইক’ পরিচালনার সময় ভারতীয় ৮ সেনা নিহত হওয়ার পাকিস্তানের গণমাধ্যমের দাবি প্রত্যাখান করেছে ভারত।
শুক্রবার এনডিটিভির অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের শীর্ষ সেনা কর্মকর্তারা দাবি করেছে, বুধবার দিবাগত রাতে চালানো অভিযানে ভারতের কোনো সেনার গায়ে ‘একটি আঁচড়ও লাগেনি।’
সামরিক সূত্র জানায়, ভারতের সীমান্তের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে একজন মাত্র সেনা ‘সামান্য আহত’ হয়েছেন। ২২ বছর বয়সী চান্দু বাবুলাল চৌহান নামে এক ভারতীয় সেনা সদস্য বর্তমানে পাকিস্তানের হেফাজতে রয়েছে। অসাবধানতাবশত চান্দু বাবুলাল পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে ঢুকে পড়ে। অভিযানের পর তিনি ভারতীয় বাহিনী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। এরপরই তাকে আটক করে পাকিস্তান বাহিনী।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং শুক্রবার জানান, ঐ সেনাকে ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। তার অবস্থান সম্পর্কে এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
বৃহস্পতিবার নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে কাশ্মিরের পাকিস্তান অংশে সন্দেহভাজন জঙ্গি ঘাঁটিতে ‘সার্জিকাল স্ট্রাইক’ চালানোর কথা জানায় ভারতীয় সেনাবাহিনী।
ভারত শাসিত কাশ্মিরে গত ১৮ সেপ্টেম্বর সেনা ঘাঁটিতে জঙ্গি হামলার পর কূটনৈতিক টানাপড়েনের মধ্যে চালানো এই অভিযানে দুই পাকিস্তানি সেনা নিহত হওয়ার দাবি করে নয়া দিল্লি।
একই দিন পাকিস্তানি গণমাধ্যম ডনের খবরে বলা হয়, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের টাট্টা পানি এলাকার নিয়ন্ত্রণ রেখাজুড়ে ভারতীয় সেনাদের গুলিবর্ষণের সময় পাকিস্তানি সেনারা এক ভারতীয় সেনাকে আটক করে এবং গোলাগুলিতে আট ভারতীয় সেনা নিহত হন। ভারতীয় সেনাদের মৃতদেহ জম্মু ও কাশ্মীরের যে অংশ ভারত-পাকিস্তানকে বিভক্ত করেছে সীমান্তের সে অংশে পড়ে আছে।
পাকিস্তানের জিও নিউজ এ একটি অনুষ্ঠানে দেশটির সাংবাদিক হামিদ মীর বলেন, 'নিয়ন্ত্রণ রেখায় দুইটি সেক্টরে ১৪ জন ভারতীয় সেনা নিহত হয়েছে।'
অনুষ্ঠানে উপস্থিত পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টা অবসর প্রাপ্ত মেজর জেনারেল ইজাজ আওয়ান ১৪ ভারতীয় সেনা নিহত হওয়ার এ খবর নিশ্চিত করেন।