প্রকাশ : ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:১৭:৩৫আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:২৯:১৯
ইরাকে আইএস ঘাঁটিতে ফ্রান্সের বিমান হামলা
আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
ইরাকে থাকা ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের লক্ষ্য করে বিমান হামলা শুরু করেছে ফ্রান্স। রণতরী চার্লস দ্য গল থেকে এই বিমান হামলা শুরু করেছে দেশটি। খবর বিবিসি।
শুক্রবার সকালে বেশ কয়েক রাফালে যুদ্ধ বিমান ইরাকের উদ্দেশে উড়ে যায়।
বিবিসি জানায়, চার্লস দ্য গল ফ্রান্সের একমাত্র বিমানবাহী রণতরী। সেপ্টেম্বরের শুরুর দিকে এটিকে ওই অঞ্চলে পাঠানো হয়। ২০১৫ সালের ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত তৃতীয়বারের মতো জাহাজটি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের হয়ে অভিযানে অংশ নিল।
ইরাকি বাহিনী মসুলের উল্লেখযোগ্য কয়েকটি স্থান পুনর্দখল নিয়েছে। ২০১৪ সাল থেকে মসুল শহরে শক্তঘাঁটি ঘারে আইএস।
রণতরীতে অবস্থানরত একজন কর্মকর্তার জানান, ইরাকে আইএসের শক্তঘাঁটি মসুল শহরটি উদ্ধারে পরিচালিত অভিযানে অংশ নেবে এই যুদ্ধবিমানগুলো।
ফরাসি রেডিও স্টেশন আরটিএল এক প্রতিবেদনে জানিয়েছে, আজকের অভিযানে ২৪টি যুদ্ধবিমান অংশ নেবে। গড়ে প্রতি তিন মিনিট পরপর একটি করে বিমান লক্ষস্থলে হামলার জন্য উড়ে যাবে। প্রতি বিমানে ২৫০ কেজি ওজনের লেজার-নিয়ন্ত্রিত বোমা রয়েছে।
দুটি পারমাণবিক চুল্লি সমৃদ্ধ চার্লস দ্য গল রণতরীটির ওজন ৩৮ হাজার টন। এক হাজার ৯০০ ক্রুবাহী রণতরীটির দৈর্ঘ্য ২৬০ মিটার(৮৫০ফুট)।