প্রকাশ : ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ১০:৩৮:৪৮আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:১৮:১২
৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে নয়টায় ঢাকার ১২৩টি কেন্দ্রসহ ছয় বিভাগের মোট ১৯০টি কেন্দ্রে পরীক্ষা হয়। চলে সকাল সাড়ে ১১টা পর্যন্ত।
১,২২৬টি পদের বিপরীতে মোট দুই লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। প্রতিটি পদের বিপরীতে ১৯৯ পরীক্ষার্থী প্রতিযোগিতা করছে।
পরীক্ষা কেন্দ্রে বইপত্র, মোবাইল, ক্যালকুলেটর, ইলেকট্রনিক ডিভাইস, হাত ঘড়ি ও পকেট ঘড়ি ছাড়া প্রবেশ করতে হয়েছে চাকরিপ্রার্থীদের।
পরীক্ষা শুরুর আগে পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেন, বিসিএস পরীক্ষা স্বচ্ছভাবে সম্পন্নের জন্য আমরা সব ব্যবস্থা নিয়েছি। ঢাকায় দুজন ও চট্টগ্রামে একজন জেলখানায় বসে পরীক্ষা দিচ্ছে। প্রত্যেক কেন্দ্রে একজন করে নির্বাহী হাকিম আছে। পুরো দুই ঘণ্টা তাঁরা কেন্দ্রে পর্যবেক্ষণ করবেন।
প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে ১২২৬ জনকে নিয়োগ দিতে গত ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। গত ৩১ মার্চ থেকে ২ মে পর্যন্ত প্রার্থীরা আবেদন করেন। গত ৯ আগস্ট ৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ এবং ২১ সেপ্টেম্বর পরীক্ষার আসন বিন্যাস ও নির্দেশাবলী প্রকাশ করে পিএসসি।