রাষ্ট্রপতি আবদুল হামিদ শুক্রবার কিশোরগঞ্জের মিঠামইন ড্যাম এবং মিঠামইন অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারসহ নির্মাণাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।
সরকারি এক তথ্য বিবরণীতে বলা হয়, রাষ্ট্রপতি নির্মাণ কাজের মান বজায় রাখা এবং নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
আবদুল হামিদ বলেন, জনগণের দেয়া করের টাকায় উন্নয়ন কাজ হচ্ছে, ফলে তাদের অর্থ যথাযথভাবে ব্যবহার করতে হবে।
গতকাল একটি অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতি তার গ্রামের বাড়ি মিঠামইনে যান। ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম আসন থেকে আবদুল হামিদ বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। রাষ্ট্রপতি হওয়ার পর তার ছেলে ওই আসনের সংসদ সদস্য। তবে রাষ্ট্রপতি নিজেও এলাকার উন্নয়ন কর্মকাণ্ড দেখভাল করেন।