প্রকাশ : ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:৫৩:৪৬আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ২২:১৪:০৪
প্রধানমন্ত্রীর সংবর্ধনা, রাজধানীতে তীব্র যানজট
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত সড়কের দুই পাশে আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী জড়ো হয়েছিলেন। এ কারণে মহাখালী থেকে ফার্মগেটের রাস্তাটিতে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। এর প্রভাবে আশপাশের সড়কগুলোতে দেখা দিয়েছে তীব্র যানজট। এই যানজট ছড়িয়ে পড়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষে শুক্রবার সন্ধ্যার পর দেশে ফিরেন প্রধানমন্ত্রী। তাকে স্বাগত জানাতে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত সড়কের দুই পাশে বিভিন্ন ধরনের ব্যানার ও ফেস্টুন নিয়ে অবস্থান করে। ‘জয় বাংলা’ ধ্বনিতে তারা পুরো মহাসড়ক প্রকম্পিত করে তুলে। নেতাকর্মীদের ভিড়ে মহাখালী থেকে ফার্মগেটের রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হয়। এতে চরম দুর্ভোগে পড়তে হয়েছে সাধারণ মানুষকে।
মহাখালী-বিজয় সরণি-জাহাঙ্গীর গেট এলাকার রাস্তার দু’ধারে বিপুল সংখ্যক ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগের নেতা-কর্মী অবস্থান করায় শাহবাগ-ফার্মগেট-বিজয়সরনি সড়ক ব্যবহারকারীরা এই সড়ক ব্যবহার করতে পারেননি। এই সড়ক ব্যবহারকারীদের সাতরাস্তা-কারওয়ানবাজার সড়ক ব্যবহার করতে হয়েছে।
সড়কে উপচেপড়া ভিড় থাকায় যানজট ছড়িয়ে পড়েছে মিরপুর-গাবতলী, মহাখালী-মগবাজার, মহাখালী-গুলশান এলাকায়। ফলে এসব রাস্তায় থেমে যায় গণপরিবহন। যানজটের কারণে অনেক মানুষকে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে কর্তব্যরত একজন পুলিশ কর্মকর্তা জানান, আমাদের নির্দেশ দেয়া হয়েছে জাহাঙ্গীর গেট-প্রধানমন্ত্রীর কার্যালয়-ফার্মগেট পর্যন্ত রাস্তা বন্ধ করে দিতে। তাই নির্দেশ মতো বিকেল সাড়ে চারটার পর এই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।
যানজটের কারণে বিভিন্ন সড়কে গাড়িতে আটকে থাকা অনেককেই ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।
সাইফুল ইসলাম বাসের এক যাত্রী বলেন, ভিআইপি আসলে অবশ্যই তার হেলিকপ্টার ব্যবহার করা উচিত। কারণ ভিআইপির নিরাপত্তার অজুহাতে এভাবে রাস্তা বন্ধ করা ঠিক নয়।