ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবকে উপাচার্য অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। গত বিএনপি আমলে তিনি উপাচার্যের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগে এলপিআর এ আছেন। নির্বাচনের পর সার্বিক বিষয় নিয়ে কথা বলেছেন ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে।
নিচে ঢাকাটাইমসের পাঠকদের জন্য সাক্ষাতকারটি তুলে ধরা হলো:
ঢাকাটাইমস: নির্বাচনের পর দশম সংসদে সরকার গঠন হয়ে গেলো। বিএনপি বলছে, এটা অবৈধ সরকার। আবার তারা আলোচনার কথাও বলছে। চলমান এ সঙ্কট কী কাটিয়ে উঠা সম্ভব?
ড. এস এম ফায়েজ: আলোচনাটা মুখ্য বিষয়। এটা ইতিবাচক একটা পদক্ষেপ। সরকার ও বিএনপি উভয় পক্ষই আলোচনার কথা বলছে। কূটনৈতিক সংস্থা ও বাইরের দেশগুলো একই কথা বলছে। তারাও চাচ্ছে, আলোচনার মাধ্যমে সমাধান। দেশবাসীও তাই প্রত্যাশা করে বলে মনে করি। আলোচনার উদ্দেশ্য দেশের শান্তি, শৃঙ্খলা, গণতন্ত্র রক্ষা ও দেশের উন্নতি। তাই এটা খুবই গুরুত্বপূর্ণ।
ঢাকাটাইমস: আওয়ামী লীগ বলছে, জামায়াত সঙ্গ ত্যাগ করলেই আলোচনা হবে। তাহলে বিএনপির কী উচিত হবে জামায়াতের সঙ্গ ত্যাগ করা?
ড. এস এম ফায়েজ: আলোচনায় বসলে এ বিষয়টিরও সমাধান হয়ে যাবে। জামায়াতের ব্যাপারটা কোর্টে বিচারাধীন। সরকার বলছে, আমরা এ মুহূর্তে অবৈধ ঘোষণা করতে পারছি না। সরকার অবৈধ ঘোষণা করলে একটা সমাধান হবে। অন্যথায় বিষয়টির গুরুত্ব কম দিতে হবে। সরকার বলেছিল, শর্তসাপেক্ষে কোনো আলোচনা হবে না। এখন যদি জামায়াত ছাড়ার শর্ত দিয়ে আলোচনার পথ বন্ধ রাখা হয় তাহলে তা উচিত হবে না। সুতরাং শর্ত ছাড়া আলোচনায় বসলে দেশের জন্য ভালো হবে।
ঢাকাটাইমস: নির্বাচনের পর আওয়ামী লীগ আন্তর্জাতিক সমর্থন পেয়ে যাচ্ছে। তাহলে বিএনপি কী সিগনাল পাচ্ছে?
ড. এস এম ফায়েজ: আন্তর্জাতিক সমর্থন পাচ্ছে আবার পাচ্ছে না। দেশবাসী কীভাবে দেখছে সেটাও গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক সংস্থাগুলো কীভাবে দেখছে সেটাও গুরুত্বপূর্ণ। সুতরাং দেশের জনগণের সমর্থনের দিকটাও দেখতে হবে। এ সরকার কিন্তু জনগণের সরকার না। জনগণের ভোটে তারা সরকার গঠন করতে পারেনি। জনগণের ভোটে এমন একটি সরকার গঠনের আশা করি, যাদের আন্তর্জাতিক বিশ্ব কোনো দ্বিধা-দ্বন্দ্ব ছাড়াই সমর্থন দেবে। স্বীকৃতি দেয়ার পাশাপাশি সন্মানের চোখে দেখবে। যেখানে জনগণের মতের প্রতিপলন ঘটবে।
ঢাকাটাইমস: বিএনপি কী নির্বাচনে না এসে ভুল করেছে?
ড. এস এম ফায়েজ: আমি মনে করি, নির্বাচনে না এসে বিএনপি ভুলই করেছে।
ঢাকাটাইমস: নির্বাচন কমিশন (ইসি) ভোটের হার অতিরিক্ত দেখিয়েছে অভিযোগ করে বিএনপি বলছে, এজন্যই ইসির ওপর তারা আস্থা রাখতে পারেনি। তারপরও বলবেন, বিএনপি ভুল করেছে?
ড. এস এম ফায়েজ: নানা সমস্যার কথা আমরা জানি। তবে নির্বাচনের আগে আলোচনা করে, সরকারকে নানাভাবে ম্যানেজ করে নির্বাচনে অংশ নিলে বিএনপি নিশ্চিত জয়ী হতো। কিন্তু বিএনপি তা করতে ব্যর্থ হয়েছে।
ঢাকাটাইমস: আপনাকে অনেক ধন্যবাদ।
এসএম ফায়েজ: আপনাকেও ধন্যবাদ।
সাক্ষাতকারটি নিয়েছেন: মানিক মোহাম্মদ