logo ০১ মে ২০২৫
ছাত্রদলের নতুন কমিটি ঈদের আগেই
কিরণ সেখ, ঢাকাটাইমস
১৩ জুন, ২০১৪ ১৩:১১:৪৭
image


ঢাকা: ছাত্রদলের বর্তমান কেন্দ্রীয় কমিটির বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে বর্তমান কমিটির সহ-সভাপতি, যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ ছাত্রদলের ২৬ জন কেন্দ্রীয় নেতা যে স্বাক্ষর অভিযান শুরু করেছিলেন তা প্রায় শেষ পর্যায়ে। স্বাক্ষর অভিযানে নিয়োজিত ছাত্রদল নেতারা তাদের এ অভিযানকে অত্যন্ত সফল বলে মনে করছেন। তারা বলছেন এতে প্রচুর সাড়া পাওয়া গেছে। ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম টিটু এ প্রসঙ্গে ঢাকাটাইমস টুয়েন্টিফোরকে জানিয়েছেন, খুব শিগগিরই বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ছাত্রদলের বর্তমান কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি গঠন করবেন।

তিনি জানান, সম্প্রতি ছাত্রদলের বর্তমান কমিটি দুই দফা বৈঠক ডেকেছিলেন এবং সেখানে উপস্থিতির হার ছিলো খুবই কম। আমাদের নতুন এই উদ্যোগের কারণেই এমনটা হয়েছে বলে আমরা মনে করছি। ঐ বৈঠকে ছাত্রদলের কিছু সংখ্যক নেতা উপস্থিত ছিলেন মাত্র। ছাত্রদলের এই কমিটি নিয়ে খালেদা জিয়াও ভেতরে ভেতরে বিরক্ত। গত পাঁচ জানুয়ারির নির্বাচনের সময় সরকারবিরোধী আন্দোলনে ছাত্রদল নেতাদের  ব্যর্থতার চিত্র এখনো খালেদা জিয়া সামনে ভাসছে।

এর আগে একবার তিনি ছাত্রদলকে ব্যর্থ হিসাবে আখ্যায়িতও করেছিলেন প্রকাশ্যে। খোঁজ নিয়ে জানা গেছে, বেগম জিয়া ছাত্রদলের বর্তমান সভাপতি আবদুল কাদের ভুইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবকে ইতোমধ্যেই ঘোষিত জেলা কমিটিগুলো পুনর্গঠণের সিদ্ধান্ত স্থগিত করার নির্দেশ দিয়েছেন এবং আগামী দুই-তিন দিনের মধ্যেই ছাত্রদলের বিদ্রোহী নেতাদের নিয়ে খালেদা জিয়া একান্তে বসবেন বলে জানা গেছে। সেখানে বর্তমান কমিটির বিরুদ্ধে করা অভিযোগগুলো শুনে নতুন কমিটি করার দিক-নির্দেশনা দিবেন বলে জানা গেছে।

ছাত্রদল নেতা তরিকুল ইসলাম টিটু ঢাকাটাইমস টুয়েন্টিফোরকে বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এর আগে দেশের সব জেলায় কমিটি পুনর্গঠনের কাজ শুরুর যে নির্দেশনা দিয়েছিলেন তা স্থগিত করেছেন। তিনি বলেন, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীও আমাদের জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন খুব শিগগিরই আমাদের সঙ্গে একান্তে সাক্ষাত করবেন এবং আমাদের অভিযোগগুলো তিনি শুনবেন।

বেগম খালেদা জিয়া রমজানের আগে বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণার সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে।

ছাত্রদলের  যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আহম্মেদ মুন্না ঢাকাটাইমস টোয়েন্টিফোরকে জানান, আমরা যারা বর্তমান কমিটির বিরুদ্ধে স্বাক্ষর অভিযান চালিয়েছি, বেগম খালেদা জিয়া তাদের সঙ্গে বসার আগ্রহ প্রকাশ করেছেন। চেয়ারপার্সন আমাদের সব কথা শুনবেন এবং বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি করার সিদ্ধান্ত গ্রহণ করবেন।

এই বিষয়ে জানতে ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভুইয়া জুয়েলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

তবে ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব ঢাকাটাইমস টোয়েন্টিফোরকে বলেন, বেগম খালেদা জিয়া জেলা কমিটিগুলো পুনর্গঠনের যে দিক-নির্দেশনা আমাদের দিয়েছিলেন তা স্থগিত করার জন্য এখন পর্যন্ত আমাদের কাছে কোন খবর আসেনি। তবে হ্যা, বেগম খালেদা জিয়া আমাদের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন।

(ঢাকাটাইমস/ ১৩ জুন/ কেএস/ এআর./ঘ)