logo ২৭ এপ্রিল ২০২৫
মত পাল্টালেন মির্জা আব্বাস!
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ এপ্রিল, ২০১৫ ১৮:৪৮:৪৫
image

ঢাকা: অন্তর্বর্তীকালীন জামিনের বিষয়ে হাইকোর্টের বিভক্ত রায়ের পর পরই আদালত প্রাঙ্গণে বসে সাংবাদিকদের কাছে নির্বাচনী প্রচারণায় নামার কথা বলেছিলেন বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী মির্জা আব্বাস। কিন্তু মত পাল্টে এখন বলছেন, জামিন নিয়ে একবারেই তিনি মাঠে নামবেন।

সেক্ষেত্রে প্রধান বিচারপতির নির্দেশনায় নতুন বেঞ্চ গঠন হলে ওই বেঞ্চ কি আদেশ দেয় তা দেখার জন্য অপেক্ষা করবেন ঢাকা দক্ষিনের এই মেয়রপ্রার্থী।

বিএনপি নেতারা মনে করছে, সিটি নির্বাচনকে কেন্দ্র করে তাদেরকে বিভিন্নভাবে চাপে রাখবে সরকার। মির্জা আব্বাসের জামিনের বিষয়টিতে তা আরও

স্পষ্ট হয়ে উঠেছে। সরকারি মহলে একটা শঙ্কা কাজ করছে আব্বাসকে নিয়ে।কেউ কেউ মনে করছেন, যতদিন মির্জা আব্বাসকে মাঠের বাইরে রাখা যায় ততই তাদের প্রার্থীর জন্য সুবিধা হবে।

এজন্য বিএনপিও পাল্টা কৌশল নিয়ে এগোতে চায়। দলটির শীর্ষ নেতারা চাইছেন, গ্রেপ্তারের ঝুঁকি থাকলেও মির্জা আব্বাস প্রচারণায় নামুক। কারণ প্রচারণার

সময় গ্রেপ্তার হলে তা বিএনপির পক্ষে আসবে। আর গ্রেপ্তার না করলে সরকারের আচারণ তাদের বুঝতে সুবিধা হবে।

আর মির্জা আব্বাসও বুধবার আদালতে জামিন না পেয়ে একই কথা বলেছিলেন।সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি এখান থেকে বাসায় যাবো।

ইনশাআল্লাহ প্রচারণায়ও নামবো।” এইকথা বলে অনেকটা লুকোচুরি করে আদালত ত্যাগ করেন বিএনপির এই শীর্ষ নেতা।

ওইসময় তিনি ঢাকাবাসীর কাছে নিজের ‘মগ’ প্রতীকে ভোট চান। তিনি বলেন, “প্রিয় ঢাকাবাসীর কাছে আমার অনুরোধ, আমি যদি সরাসরি আপনাদের কাছে আসতে পারি তো ভালো। আর যদি না পারি, তবে আপনারা আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ঢাকাবাসী আমাকে মগ মার্কায় ভোট দেবেন আশা করি।”

মির্জা আব্বাস বাসায় যাবেন বললেও তিনি আসলে বাসায় যাননি।আদালত থেকে কয়েকজন সঙ্গীসহ তিনি আবারো নিরাপদ স্থানে চলে যান।তবে তিনি তার

ঘনিষ্ঠদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার সকালে মির্জা আব্বাসের ব্যাপারে তার একজন ঘনিষ্ঠ লোকের কাছে জানতে চাওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কীভাবে উনি প্রচারণা নামবেন।নামলেই আটক হবেন। ভেবেছিলাম সরকার নমনীয় হবে, কিন্তু কোনো লক্ষণ নাই। তাই জামিন নিয়েই আব্বাস ভাই মাঠে নামবেন।”

মির্জা আব্বাস আদালত থেকে বাসায় গিয়েছিলেন কিনা- এমন প্রশ্নে ওই ব্যক্তি বলেন, “আসছিলেন আবার আসেননি।তবে তার সঙ্গে ওভারফোন কথা হচ্ছে।”

আগামী সপ্তাহের শুরুর দিকে জামিনের ব্যাপারে কোনো ফয়সালা না হলে মির্জা আব্বাসকে ছাড়াই তার পক্ষে নির্বাচনী ইশতিহার ঘোষণা করা হবে বলেও জানান

তিনি।

এ ব্যাপারে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ ঢাকাটাইমসকে বলেন, “আপনারাই দেখলেন কালকে আদালত কি রায় দিলো।দেখি আর একটু অপেক্ষা করে নতুন কোনো ফয়সালা আসে কিনা।” এদিকে গত ৭এপ্রিল ঢাকা দক্ষিণ ও চট্টগ্রামের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা প্রচারণা শুরু করলেও মির্জা আব্বাস এখনো মাঠে নামেননি। ৫জানুয়ারি থেকে তিন মাসব্যাপী আন্দোলনের শুরু থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।নাশকতার মামলায়

আগাম জামিনের জন্য দুইদিন প্রকাশ্যে আসলেও আবার তিনি আত্মগোপনে গেছেন বিএনপির এই শীর্ষ নেতা।

তাই মির্জা আব্বাসের পক্ষে প্রচারণা চালাচ্ছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ি আগামী ২৮এপ্রিল ঢাকা ও চট্টগ্রাম সিটি

করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/১৬এপ্রিল/বিইউ/এআর/ ঘ.)