ঢাকা:বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) বিজ্ঞানী মির্জা মোফাজ্জল ইসলাম আন্তর্জাতিক পুরস্কার ‘আউট স্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেয়েছেন।
বেসরকারি বার্তা সংস্থা ইউএনবির খবরে বলা হয়েছে, খাদ্য নিরাপত্তা বাড়াতে ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে তিনি এ পুরস্কার পেলেন।
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) যৌথ উদ্যোগে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এক অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়।
আজ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মির্জা মোফাজ্জল ইসলামের পক্ষে বাংলাদেশ সরকারের একজন প্রতিনিধি আইএইএর মহাপরিচালক ইউকিয়া আমানোর হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন।