‘বাউল সাধক উকিল মুন্সী ও শাহ আব্দুল করিমের বাউল সংগীতের গুরু ছিলেন সাধক রশিদ উদ্দিন’ বলে মন্তব্য করেছেন প্রাবন্ধিক ও শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার। প্রধান আলোচক যতীন সরকার বলেন, ‘বাউল জালাল খাঁ, উকিল মুন্সী ও শাহ আব্দুল করিম, চাঁন মিয়ার গুরু ছিলেন বাউল সাধক রশিদ উদ্দিন।’
শুক্রবার সন্ধ্যায় নেত্রকোণা উদীচী শিল্পী গোষ্ঠীর বাউল রশিদ উদ্দিনের ভক্তবৃন্দ এই আয়োজন করেন।
বাউল রশিদ উদ্দিনের জীবন ও কর্ম নিয়ে অন্যান্যের মধ্যে আলোচনা করেন- রাজুর বাজার কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ গোলাম মোস্তফা, উদীচীর জেলা সংসদের সাধারণ সম্পাদক নীলম বিশ্বাস রাতুল।
শেষে বাউল রশিদ উদ্দিনের গান পরিবেশন করেন- বাউল আজাদ মিয়া, বাউল আবু আনসার কালা মিয়া, বেতার শিল্পী মোফাজ্জল হোসেন, বাউল কাশেম, বাউল আলী, এসডি টিটু, জসীম উদ্দিন, সুরমা আক্তার ও বৃষ্টি আক্তার।