আমাদের আরো আয়োজন
ঢাকা: প্রবীণ মুহাদ্দিস ও দরসে মিশকাত প্রণেতা এবং জামেয়া মাহমুদিয়ার সুবহানিঘাট মাদরাসার শায়খুল হাদিস আল্লামা ইসহাক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।বুধবার রাত ১০টা ২০ মিনিটের দিকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।আল্লামা ইসহাকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন- জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর মাদরাসার মুহতামিম আল্লামা শায়খ জিয়া উদ্দিন, রেঙ্গা মাদরাসার শায়খুল হাদিস মাওলানা শিহাবুদ্দীন, দরগাহ মাদরাসার মাওলানা মুহিবুর রহমান গাছবাড়ী, মাওলানা শফিকুল হক আমকুনী, মাওলানা মুফতি আবুল কালাম যাকারিয়া, মাওলানা ছালেহ আহমদ জকিগঞ্জি, মাওলানা মাহমুদুর রহমান তালবাড়ী, মাওলানা নজরুল ইসলাম তালবাড়ী, মাওলানা ছালেহ আহমদ ছালিক, মাওলানা আতাউল হক জালালাবাদী, মাওলানা ছয়ফুল আলম, আব্দুল মুছাব্বীর জামডহরী, শাহ নজরুল ইসলাম ও মাওলানা কবির আহমদ প্রমুখ।(ঢাকাটাইমস/২৯এপ্রিল/এমআর)