চট্টগ্রাম: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০১৫ সালের দাখিল পরীক্ষায় ঐতিহ্যবাহী কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ. মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিবারের মতো এবারও শতভাগ সাফল্যের ধারাবাহিকতা অক্ষুন্ন রেখেছে।
চলতি বছর দাখিল পরীক্ষায় এ মাদ্রাসা থেকে সর্বমোট ৭৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। তম্মধ্যে ১২ জন জিপিএ ৫.০০(অ+), ৬০ জন অ , ৫ জন অ- । পাসের হার ১০০%। মাদ্রাসার এ ভাল ফলাফলে শিক্ষার্থী ও অভিভাবকেরা খুবই খুশি।
তারা এজন্যে মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও প্রধান পৃষ্ঠপোষক কাগতিয়ার গাউছূল আজমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া মাদ্রাসার শিক্ষার মান ও লেখাপড়ার সুন্দর পরিবেশ অক্ষুন্ন রাখা ও শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত লেখাপড়ায় মনোনিবেশ সৃষ্টিতে মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ্ আহমদী এর সার্বক্ষণিক পর্যবেক্ষণ, শিক্ষকমন্ডলীর নিয়মিত পাঠদান ও নিবিড় পরিচর্যা মাদ্রাসার ধারাবাহিক সাফল্যের নেপথ্যে প্রধান ভূমিকা রাখছেন বলে শিক্ষার্থী ও অভিভাবকেরা অভিমত ব্যক্ত করেন।