ফরিদপুর: আজ বৃহস্পতিবার ফরিদপুরের ‘শ্রীঅঙ্গন গণহত্যা’ দিবস। ৪৫ বছর আগে ১৯৭১ সালের এই দিনে বিকাল চারটার দিকে পাকিস্তানী হানাদার বাহিনী হামলা চালিয়ে ফরিদপুর শহর দখল করে নেয় এবং গণহত্যায় মেতে ওঠে।
পাকিস্তানী হানাদার বাহিনী নারকীয় প্রথম আঘাত হানে শহরের প্রবেশমুখ গোয়ালচামট মহল্ল¬¬¬¬ায় অবস্থিত জগব্ধন্ধু সুন্দরের আশ্রম শ্রীধাম শ্রীঅঙ্গনে। সেখানে কীর্ত্তনরত আটজন সাধুকে গুলি করে হত্যা করা হয়।
এ দিনটি পালন উপলক্ষ্যে শ্রীঅঙ্গন কর্তৃপক্ষ দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় ও সামজিক কর্মসূচি গ্রহণ করেছে।
শ্রীঅঙ্গনের প্রধান সেবায়েত শ্রীমৎ মানসবন্ধু ব্রহ্মচারী জানান, দিবসটি পালন উপলক্ষে সকলে পূজা অর্চনা, দুপুরে শহীদ আট সাধুর স্মরণে আটটি ভোগ প্রদান করা হবে এছাড়া বিকালে শ্রীঅঙ্গন প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
পাকিস্তানী হানাদার বাহিনীর হাতে শহীদ হওয়া ওই আট সাধু হলেন, কীর্তনব্রত ব্রহ্মচারী, নিদান বন্ধু ব্রহ্মচারী, অন্ধকানাই ব্রহ্মচারী, বন্ধুদাস ব্রহ্মচারী, ক্ষিতিবন্ধু ব্রহ্মচারী, গৌরবন্ধু ব্রহ্মচারী, চিরবন্ধু ব্রহ্মচারী ও রবিদাস ব্রহ্মচারী।
কীর্ত্তনরত শহীদ সাধুদের শ্রীঅঙ্গন প্রধান মন্দির সংলগ্ন চালতা তলায় সমাধীস্থ করা হয়েছে। পরবর্তিতে ওই চালতা তলায় আট সাধুর স্মরণে আটটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়।
(ঢাকাটাইমস/২০এপ্রিল/প্রতিনিধি/ইএস)