অমরত্ব পেতে চান, ঘোষণা দিয়েছেন ১০০ মিটার জেতার পর। সেই অমরত্ব পেতে বাকি ছিল দুটি ইভেন্ট। যার মধ্যে একটিতে (২০০ মিটার) আজ সকালে চ্যাম্পিয়ন হয়েছেন। ৪*১০০ মিটার জিতলেই বোল্ট গড়বেন ট্রিপল-ট্রিপল। অর্থাৎ টানা তিন আসরে স্প্রিন্টের গুরুত্বপূর্ণ তিন ইভেন্টে চ্যাম্পিয়ন।
অলিম্পিকের ১৩তম দিনে শুক্রবার সকাল সাড়ে সাতটায় সবার আগে দৌড় শেষ করতে বোল্টের সময় লাগে ১৯.৭৮ সেকেন্ড। গতকাল হিটেও একই সময়ে দৌড় শেষ করে ফাইনালে উঠেছিলেন। বোল্টের ইচ্ছা ছিল ১৮ সেকেন্ডে দৌড় শেষ করা। ইচ্ছা পূরণ করতে না পারলেও বোল্ট এদিন জিতেছেন অনায়াসে। তার বেশ পরে বাকি দুই বিজয়ী ক্রস লাইন স্পর্শ করেন।
বার্লিনে ২০০৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে এই ইভেন্টে গড়েছিলেন ১৯.১৯ সেকেন্ড সময় নিয়ে।
২০০৮ সালে বেইজিংয়ে ২০০ মিটারে সোনা জেতার পর বড় কোনো প্রতিযোগিতায় হারেননি বোল্ট। অলিম্পিকের তিনটি সোনার সঙ্গে তাই আছে চার-চারটি বিশ্ব চ্যাম্পিয়নশিপের শিরোপা।
এবার বাকি কেবল ‘ট্রিপল-ট্রিপল’ এর অপেক্ষা।
বোল্ট রিও গেমসে প্রথম ট্র্যাকে নামেন ১০০ মিটারে। ৯.৮১ সেকেন্ড সময় নিয়ে ওই ইভেন্টে চ্যাম্পিয়ন হন।