চারটি অলিম্পিক স্বর্ণপদক জয়ী মো ফারাহ সামনের বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপ শেষে অবসর নিতে পারেন বলে জানিয়েছেন। আবার এও বলছেন, ‘২০২০ সালে টোকিওতে দৌড়াবো কি না সেটা নিশ্চিত নই।’
৩৩ বছর বয়সী ফারাহ ব্রিটেনের সর্বকালের সেরা দৌড়বিদ। এবার ‘ডাবল-ডাবল’র কীর্তি গড়েছেন।
‘২০১৭ সালে আমি ট্র্যাককে বিদায় জানাতে চাই। তারপর ভেবে দেখবো ম্যারাথনে কী করতে পারি।’ বলেন ফারাহ।
‘ডাবল-ডাবলের জন্য গত চার বছর অনুশীলন করেছি। এতদিন আমাকে শক্তি সঞ্চয় করতে হয়েছে। আরো পথ পাড়ি দিতে হলে পরিশ্রম করে যেতে হবে।’
রিও অলিম্পিকে ১০ হাজার মিটারে স্বর্ণ জয়ের পর, এবার কাঙ্ক্ষিত সেই ৫ জার মিটারেও আধিপত্য দেখিয়েই শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন এই সোমালিয় বংশোদ্ভূত ব্রিটিশ অ্যাথলেট। এ ইভেন্টে ফারাহ সময় নিয়েছেন ১৩ মিনিট, ৩ দশমিক ৩০ সেকেন্ড। রৌপ্য জিতেছেন যুক্তরাষ্ট্রের চেলিমো এবং ব্রোঞ্জ পেয়েছেন ইথিওপিয়ার জিবারমেসকেল। এর আগে ১৯৭২ সালে মিউনিখ ও ১৯৭৬ সালে মন্ট্রিল অলিম্পিকে ডাবল জিতেছিলেনে ফিনল্যান্ডের লাসে ভিরেন।