অলিম্পিক মানে দক্ষিণ এশিয়ার ‘খালি হাত’। এবারও তার ব্যতিক্রম হলো না। এই অঞ্চলের আটটি দেশের মধ্যে শুধুমাত্র ভারত দুটি পদক জিততে সক্ষম হয়েছে। একটি রুপা। একটি ব্রোঞ্জ।
ভারত এখন পর্যন্ত অলিম্পিকে সোনা জিতেছে ৯টি। যার মধ্যে আটটি হকিতে। একটি শুটিংয়ে। ভারত বাদে দক্ষিণ এশিয়া থেকে অতীতে পদক জয়ের ইতিহাস আছে আর তিনটি দেশের-শ্রীলঙ্কা, পাকিস্তান এবং আফগানিস্তান।
এবার বাংলাদেশ থেকে সাতজন অ্যাথলেট অংশ নেন। তাদের মধ্যে সিদ্দিকুরই একমাত্র বিশেষ বিবেচনা ছাড়া অর্থাৎ সরাসরি গলফ কোর্টে নামার কৃতিত্ব দেখান।
ভুটান থেকে অংশ নেন মাত্র দুইজন। একজন শুটিংয়ে আরেকজন আর্চারিতে। দুইজনই শেষদিক থেকে মিশন শেষ করেন।
শ্রীলঙ্কা থেকে অংশ নেন ৯ জন। আফগানিস্তান থেকে ছিলেন তিনজন। পাকিস্তান, নেপাল এবং মায়ানমার থেকেও সাতজন করে রিওতে গিয়েছিলেন। সবাই ফিরেছেন ওই ‘খালি হাতে’।
এই অঞ্চল থেকে ভারত এখন পর্যন্ত সবচেয়ে বেশি অলিম্পিকে অংশ নিয়েছে, ২৪বার। তাদের মোট পদক ২৮টি। সোনা আছে ৯টি। পাকিস্তান ১৮বার অংশ নিয়ে তাদের মোট পদক, ১০টি। এর মধ্যে তিনটি সোনা। শ্রীলঙ্কা, আফগানিস্তানের মোট পদক দুটি করে। কোনো সোনা নেই।