গতকাল বোল্ট ‘ট্রিপল-ট্রিপল’ গড়েছিলেন। আজ গ্রেট ব্রিটেনের মো ফারাহ অর্জন করলেন ‘ডাবল-ডাবল’। ইতিহাসে তিনি দ্বিতীয় অ্যাথলেট যিনি টানা দুইবার ৫০০০ মিটার এবং ১০,০০০ মিটারে সোনা জেতার কৃতিত্ব দেখালেন।
৩৩ বছর বয়সী ফারাহ ১৩ মিনিট ৩.৩০ সেকেন্ডে সোনা জেতেন।
‘এর মানে হলো আমি লল্ডনে অপ্রত্যাশিত সাফল্য পাইনি। এই অর্জন অবিশ্বাস্য। আমি বিশ্বাস করতে পারছি না।’ দৌড় শেষ করে বলেন ফারাহ।
ফারাহ এই আসরে ব্রিটেনের হয়ে ২৭তম পদক জিতলেন। সবমিলিয়ে দেশটির তালিকায় গেছে ৬৫ পদক।
বোল্ট শনিবার ৪*১০০ মিটার রিলেতে সোনা জেতেন। এর আগে ১০০ মিটার, ২০০ মিটারেও সোনা জেতেন। এই নিয়ে টানা তিন অলিম্পিকে এই কীর্তি গড়লেন তিনি।