আলো ছিল। ছিল বৃষ্টি। ছিল উদাসী দমকা হাওয়া। তবু সমাপনী অনুষ্ঠানের আকর্ষণ এতটুকু কমতে দেননি রিও’র আয়োজকরা। সন্ধ্যার বৃষ্টিকে মাথায় করেই অনুষ্ঠানের তোড়জোড় শুরু হয়। কয়েকটি দেশকে রেইনকোট পরে অনুষ্ঠানে অংশ নিতে দেখা গেছে।
এবারের অলিম্পিক নানা কারণে আলোচিত এবং বিতর্কিত হয়েছে। ডাকাতির ঘটনা থেকে শুরু করে অলিম্পিক ভিলেজে আগুন লাগার ঘটনায় বিব্রত হয়েছেন কর্মকর্তারা। জিকা ভাইরাসের আতঙ্কের সঙ্গে ছিল জঙ্গি হামলার আশঙ্কা। এতকিছুর পরও নির্ধারিত সময়ে অলিম্পিক শেষ করতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলছে ব্রাজিল।
উদ্বোধনী অনুষ্ঠানের মতো শেষ দিনের অনুষ্ঠানেও বাজেট কম ছিল। এর মধ্যে সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হওয়ায় বিপত্তি বেধে যায়। অনুষ্ঠান শুরু হয় স্থানীয় সময় রাত ৮টার দিকে। ততক্ষণে বৃষ্টি গুড়িগুড়ি রূপে। ডিজে ডলারস এবং অর্চেস্ট্রো সান্তা মাসা মঞ্চে আসতেই দর্শকরা উত্তাল হয়ে ওঠেন।
শেষদিন নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ি ছিল চোখে পড়ার মতো। দর্শক আসনে বেশ কয়েকটি সিট খালি পড়ে থাকতে দেখা গেছে।
শেষ দিনের অনুষ্ঠানে গুরুত্ব দেয়া হয় ব্রাজিল এবং পর্তুগীজ উপনিবেশের লোকাচারবিদ্যার ওপর।
অন্যপর্বে পদকজয়ী অ্যাথলেটদের পরিচয় করিয়ে দেয়া হয়। ব্রাজিলের জনপ্রিয় পপ তারকা রবের্তা সা এই পর্বে পাগড়ী মাথায় মঞ্চে আসেন। গানের শেষ দিকে তিনি ২০২০ সালের জাপানের টোকিও অলিম্পিকের জন্য শুভ কামনা জানান।