রিও অলিম্পিকে ভাগ্য যেন ব্রাজিলীয়ান নারীদের পাশে ছিল না! তাহলে আসরজুড়ে এমন দাপুটে পারফরম্যান্স করেও সেমির মঞ্চ থেকে বিদায় নিতে হল মার্তাদের। তাও আবার যেনো-তেনোভাবে নয়, পেনাল্টি শুটে। তাতেই শেষ হয়ে গেল ব্রাজিল মেয়েদের সোনার স্বপ্ন।
এবার ব্রোঞ্জের লড়াই। বাংলাদেশ সময় রাত ১০টায় কানাডার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ঘরের মাঠ আর চেনা পরিবেশে বাড়তি সুযোগ পাবে ব্রাজিল। তবে কানাডাও ছাড় দিতে নারাজ। ব্রাজিল দলে আছে বেশ কয়েকজন তারকা ফুটবলার। দলনেতা মার্তা রীতিমত আলো ছড়িয়ে যাচ্ছেন। হয়েছেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলারও।
অপরদিকে মাঝমাঠের লড়াইটা কানাডার দখলে থাকবে বলে মনে হচ্ছে। কেননা চলমান রিও অলিম্পিকে তাদের প্লেমেকারদের নৈপুণ্য সে কথাই বলছে। তাছাড়া কানাডার রক্ষণভাগ অন্য যে কেনো সময়ের চেয়ে বেশ শক্তিশালী।
এর আগে সুইডেনের বিপক্ষে সেমিফাইনালে টাইব্রেকারে ৪-৩ গোলে হেরে যায় ব্রাজিল মেয়েরা। নির্ধারিত সময়ে গোলশূন্য ছিল ম্যাচটি। অলিম্পিক ফুটবলে ব্রাজিলের নারী পুরুষ কোনো বিভাগেই কখনোই সোনা জিততে পারেনি। এবারও মেয়ে দল ব্যর্থ হওয়ায় স্বাগতিক ব্রাজিলের ফুটবলপ্রেমীরা এখন তাকিয়ে নেইমারদের দিকে।