রিও অলিম্পিকই শেষ, ঘোষণাটা আগেই দিয়ে রেখেছেন। স্বর্ণ পদক জিতে ইতিমধ্যে শেষ করেছেন ১০০ ও ২০০ মিটার দৌড়। জ্যামাইকান গতির মহারাজা উসাইন বোল্টের শেষ দৌড় শনিবার সকাল ৭টা ৩৫ মিনিট, একশ মিটার রিলে। এ ইভেন্টেও যে তিনি স্বর্ণ জিততে চলেছেন, এটা একরকম নিশ্চিতই। আর সেটা হয়ে গেলে টানা তিন অলিম্পিকে ১০০, ২০০ ও ১০০ মিটার রিলেতে স্বর্ণ জয়ের বিরল কৃতিত্ব গড়বেন তিনি।
বোল্টদের জ্যামাইকাকে চ্যালেঞ্জ জানাতে অবশ্য প্রস্তুত যুক্তরাষ্ট্র ও কানাডার স্প্রিন্টাররা।যদিও ২০০ মিটারের সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল মার্কিনি চ্যালেঞ্জার জাস্টিন গ্যাটলিন।
বেইজিং অলিম্পিকে রেকর্ড টাইমিংসহ ট্রিপল জেতার পর ২০১২ সালে লন্ডনেও সেটা ধরে রেখেছিলেন এবং তখন ঘোষণা দিলেন,‘ আই অ্যাম দ্য গ্রেটেস্ট’।ট্র্যাকের সর্বকালের মহারাজার খেতাব লন্ডন অলিম্পকের পরই অবধারিতভাবে গায়ে সেটে যায় বোল্টের।
রিও অলিম্পিকে ট্রেবল জেতার মাধ্যমে অমরত্ব পেতে চেয়েছিলেন। নিজেকে নিয়ে যেতে চেয়েছিলেন মোহাম্মদ আলী-পেলের কাতারে। সেই স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তেও চলে এসেছেন বোল্ট। কাল সকালে ক্যারিয়ারের শেষ দৌড়াটা জিততে পারলেই ট্রিপল ট্রিপল জিতে ফেলবেন ট্র্যাক অ্যান্ড ফিল্ডের মহারাজা।
যে অভূতপূর্ব রেকর্ড তিনি গড়ে যাচ্ছেন, সেগুলো আগামী ১০০ বছরে কেউ ভাঙ্গতে পারবে, ভাবার সুযোগ কমই।(১০০ মিটারে রেকর্ড টাইমিং ৯.৫৮ সেকেন্ড, ২০০ মিটারে ১৯.১৯ সেকেন্ড)।বোল্টের আগে সর্বকালের সেরা প্রিন্টার বলা হতো যুক্তরাষ্ট্রে কার্ল লুইসকে। কিন্তু বোল্টের রেকর্ড দেখলে লজ্জায় চোখ মুখ লুকানোর অবস্থায় পড়বেন স্বয়ং লুইসও।