প্রকাশ : ২০ আগস্ট, ২০১৬ ১৪:৪৪:২০আপডেট : ২০ আগস্ট, ২০১৬ ১৪:৪৪:৩৮
রিদমিক জিমন্যাস্টিকস
ফাইনালে ‘বাংলাদেশি’ কন্যা
ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
ঢাকা: রিও অলিম্পিকে রাশিয়ার হয়ে অংশ নিচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্গারিটা মামুন। রিদমিক জিমন্যাস্টিকস-উইমেন’স ইনডিভিজুয়াল অল-অ্যারাউন্ড ইভেন্টের হিটে হয়েছেন প্রথম। ইভেন্টটির ফাইনাল অনুষ্ঠিত হবে আজ বাংলাদেশ সময় রাত বারোটা ২০ মিনিটে।
হিটে মোট ৭৪.৩৮৩ পয়েন্ট নিয়ে সেরা হন মার্গারিটা মামুন। হিটে মোট অংশ নেন ২৬ জন। তার মধ্যে থেকে ফাইনালের জন্য নির্বাচিত হয়েছেন ১০ জন।
মার্গারিটা জন্মগ্রহণ করেন মস্কোতে। তার বাবা বাংলাদেশি। আর মা রাশিয়ান। মার্গারিটার বাবার নাম আব্দুল্লাহ আল মামুন। তিনি মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর। মার্গারিটা মামুনের মা আনা হচ্ছেন সাবেক রিদমিক জিমন্যাস্ট।
মার্গারিটা জুনিয়র লেভেলে কিছুদিন বাংলাদেশের হয়ে খেলেছেন। কিন্তু সিনিয়র লেভেলে তিনি অংশ নেন রাশিয়ার হয়ে।