প্রকাশ : ২০ আগস্ট, ২০১৬ ১৯:৫১:২৭আপডেট : ২০ আগস্ট, ২০১৬ ১৯:৫২:০৭
‘আমি অদ্বিতীয়’
ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
দৌড় শেষ করে শখানেক স্বেচ্ছাসেবকের মাঝে হারিয়ে গেলেন। তারপর যখন ফিরলেন, তখন কিছুটা আপ্লুত মনে হল পৃথিবীর সর্বকালের সেরা দৌড়বিদ বোল্টকে। এটা যে তার শেষ অলিম্পিক!
বিদায় নেয়ার আগে ‘ট্রিপল-ট্রিপল’র মালিক নিজেকে অদ্বিতীয় ঘোষণা করে বলে গেলেন, ‘আমি নিজেকে এমন উচ্চতায় নিয়ে গেছি, যেখানে আর কারো পৌঁছানো সম্ভব নয়। আমিই সর্বকালের সেরা।’
বোল্ট শনিবার ৪*১০০ মিটার রিলেতে সোনা জেতেন। এর আগে ১০০ মিটার, ২০০ মিটারেও সোনা জেতেন। এই নিয়ে টানা তিন অলিম্পিকে এই কীর্তি গড়লেন তিনি।
‘প্রতিটি অলিম্পিকে সোনা জেতার জন্য আমি কঠোর পরিশ্রম করি। বিশ্বের কাছে প্রমাণ করেছি আমি সর্বকালের সেরা।’ বিদায় নেয়ার আগে ট্র্যাকে দাঁড়িয়ে বলেন বোল্ট।
‘কখনো চিন্তা করি না আবার অলিম্পিকে ফিরে আসবো। সেই ২০০৮ সালে বেইজিং দিয়ে শুরু। দ্বিতীয়বার (২০১২ সালের লন্ডন অলিম্পিক) ছিল আরো চ্যালেঞ্জিং। তারপর এখানে এসে তৃতীয়বারও জিতলাম। সত্যি অবিশ্বাস্য।’
বোল্ট থামেন না। এক নাগাড়ে বলতে থাকেন, ‘প্রতিটি অলিম্পিক আমার কাছে বিশেষ কিছু। আমি যা জিতেছি জানি আর কেউ পারবে না।’