দীর্ঘ ছয় বছর পর আবার শুরু হলো ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৬। এবারের আসরের পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপ। রবিবার সকাল ১০টায় শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠাপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের বিভাগীয় প্রধান এফ.এম. ইকবাল-বিন আনোয়ার ডন (স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার)।
ডিআরইউ সভাপতি জামাল উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজু আহমেদের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন ডিআরইউ’র অর্থ সম্পাদক কামরুজ্জামান কাজল, যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ জামাল, দপ্তর সম্পাদক মেহ্দী আজাদ মাসুম, কল্যাণ সম্পাদক মোহাম্মদ জিলানী মিলটন ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব আমিনুল হক মল্লিক, কাজী শহীদ ও সাহাব উদ্দীন সাহাব।
উদ্বোধনী দিনে সাতটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে রেডিও টুডে ২-০ গোলে দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন রেডিও টুডের আবদুল্লা শাফি। দ্বিতীয় ম্যাচে যমুনা টিভি টাইব্রেকারে ৭- ৬ গোলে চ্যানেল আইকে পরাজিত করে। বিজয়ী দলের রাহাত মিনহাজ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। তৃতীয় ম্যাচে টাইব্রেকারে সমকাল ৪-৩ গোলে ইউএনবিকে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন সমকালের শরিফুল ইসলাম। চতুর্থ ম্যাচে দৈনিক জনকণ্ঠ ১-০ গোলে দৈনিক নয়া দিগন্তকে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন জনকণ্ঠের অতিথি খেলোয়াড় মাহমুদুন্নবী চঞ্চল। পঞ্চম ম্যাচে বাসস ১-০ গোলে কালের কণ্ঠকে পারাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন বিজয়ী দলের মলয় দত্ত। পরের ম্যাচে জিটিভি ২-১ গোলে বৈশাখী টিভিকে হারায়। ম্যাচ সেরা হয়েছেন জিটিভির সাইফুল ইসলাম। দিনের শেষ ম্যাচে আরটিভি ১-০ গোলের ব্যবধানে আমাদের সময়কে হারিয়েছে। ম্যান অব দ্য ম্যাচ বিজয়ী হন বিজয়ী দলের রাজিব খান। দৈনিক ইত্তেফাক ও অবজারভার দল নির্ধারিতসংখ্যক খেলোয়াড় নিয়ে মাঠে না নামায় এটিএন নিউজ ও বিডিনিউজ ২৪ ওয়াক ওভার লাভ করে।