ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য এবং দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার শিপন হাবীবের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ডিআরইউ।
সংগঠনের সভাপতি জামাল উদ্দীন ও সাধারণ সম্পাদক রাজু আহমেদ আজ শনিবার এক বিবৃতিতে এই উদ্বেগ ও নিন্দা জানান।
শিপন হাবীবের বিরুদ্ধে দায়ের করা মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত ছাড়া তাকে কোনো ধরনের হয়রানি না করার আহ্বান জানান ডিআরইউ নেতারা।
দেশে মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার স্বার্থে বাংলাদেশ রেলওয়ের নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে রেলওয়ের শ্রমিক নেতা ও কর্মকর্তার দায়ের করা মামলা প্রত্যাহারেরও দাবি জানান নেতারা।
বাংলাদেশ রেলওয়েতে নিয়োগ প্রক্রিয়া নিয়ে ছাপানো সংবাদকে মিথ্যা ও বিতর্কিত দাবি করে শিপন হাবীবের বিরুদ্ধে ২১৫ কোটি টাকার মানহানির মামলা করেছেন রেলওয়ের নেতা ও কর্মকর্তারা। মামলায় সাংবাদিকের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ করেছেন বাদীরা। গত ৩০ জুলাই রেলওয়েতে স্টেশন মাস্টার পদে ২৫৭ জনের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে ২২ আগস্ট একটি প্রতিবেদন প্রকাশ করায় দৈনিক যুগান্তরের প্রতিবেদক শিপন হাবীবের বিরুদ্ধে মামলা করা হয়। বৃহস্পতিবার রেলওয়ের পরিচালক (জনসংযোগ) সৈয়দ জহুরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।