সিলেট নগরীর এয়ারপোর্ট এলাকায় একটি টিলা কাটার দায়ে সাংবাদিকসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ মো. নাজমুল হুদা বাদী হয়ে এসএমপির বিমানবন্দর থানায় এ মামলাটি দায়ের করেন। অভিযোগ রয়েছে স্থানীয় থানার পুলিশকে ম্যানেজ করে ঈদের ছুটিতে সাড়ে তিন একরের টিলাটি কেটে প্রায় মাটির সাথে মিশিয়ে দেয়া হয়েছে।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে বাইশটিলা এলাকার ‘ক্যাম্প টিলা’ নামে পরিচিত টিলা কাটার দায়ে এ মামলা দায়ের করা হয়। সাংবাদিক সালাম মশরুরকে প্রধান আসামি করে দায়েরকৃত মামলায় সিরাজুল ইসলাম, সেবুল আহমদ, শফিকুর রহমানসহ ১৬ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ অধিপ্তরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান। এদের মধ্যে চারজনের নাম উল্লেখ করে ও বাকি ১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। টিলার অন্যতম মালিক সাংবাদিক সালাম মশরুর দৈনিক জনকণ্ঠের সিলেট ব্যুরো প্রধানের দায়িত্বে আছেন।
জানা যায়, সম্প্রতি ক্যাম্পের টিলা নামক টিলা কেটে ৩৬০ শতক জলাভূমি ভরাট করা হয়। আবাসিক প্লট তৈরি করে বিক্রির জন্য সালাম মশরুরসহ ছয়জন এই টিলাটি কাটাচ্ছিলেন বলে প্রমাণ পায় পরিবেশ অধিদপ্তর।
এর আগে গত শনিবার টিলা কাটার অভিযোগ পেয়ে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম নুরুল হুদার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ওই এলাকায় অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকা মূল্যের সাতটি খননযন্ত্র (এক্সকাভেটর) জব্দ করেন। এ সময় টিলা কাটা এলাকার প্রধান ফটক তালাবদ্ধ করে পুরো এলাকা সিলগালা করে দেয়া হয়।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, প্রায় তিন একর জায়গা নিয়ে পাশাপাশি দুটি টিলার চূড়ায় মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর ক্যাম্প করেছিল। তাই এর নাম ‘ক্যাম্পের টিলা’ পরিচিতি পায়। সমতল থেকে প্রায় ৬০ ফুট উঁচু টিলার ৮০ শতাংশ কেটে ফেলা হয়েছে। যন্ত্র দিয়ে কেটে টিলার মাটি ওসমানী বিমানবন্দরের সীমানার প্রাচীরঘেঁষা হাওর পুকুরিয়া ও বাগগুলের জলাভূমি এলাকায় ফেলা হয়েছে বলে পরিবেশ অধিদপ্তর জানিয়েছে।
জেলা প্রশাসনের ভূমি সংশ্লিষ্ট শাখা সূত্র জানায়, ক্যাম্পের টিলাসহ আশপাশের ৩৬০ শতক জায়গার মধ্যে ২১০ শতক জায়গার মালিক সাংবাদিক সালাম মসরুর। বাকি জায়গা লন্ডন প্রবাসী সিরাজুল ইসলামসহ তাঁর পাঁচ আত্মীয়ের। তবে টিলা কাটার বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন সাংবাদিক সালাম মশরুর।
এদিকে, সিলেট বাপার সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম অভিযোগ করেছেন তিন পক্ষ মিলেই অর্থাৎ প্রশাসন, পুলিশ ও মালিক পক্ষ মিলেইে ঈদের ছুটির সুযোগে না দেখার ভান করে থানা থেকে মাত্র এক কিমি দূরে টিল কেটেছে। এতে তারা দুটি অপরাধ করেছে। একটি টিলা কাটা অন্যটা জলাভূমি ভরাট। তিনি এর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানান।