লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) থাপ্পড়ে শামছুল হক নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহত ওই পুলিশ কনস্টেবলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে ওসি বলছে, থাপ্পড় নয়, হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে লালমনিরহাট সদর থানার অফিস সহকারী কনস্টেবল শামছুল হকের কাছে গাম চান ওসি রফিকুল ইসলাম। কিন্তু গাম না থাকায় শামছুল হক ওসিকে জানান, গাম শেষ হয়েছে। বাজার থেকে আনতে হবে। এতে ক্ষিপ্ত হয়ে ওসি শামছুল হকের গালে থাপ্পড় মারেন বলে জানা গেছে। থাপ্পড়ের পর টেবিলের সামনে পড়ে কনস্টেবল শামছুল হকের হৃদযন্ত্রে সমস্যা দেখা দেয়। পরে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক সদর থানার একাধিক পুলিশ সদস্য জানান, শুধু থাপড়ই নয়, ওই সময় ওসি তাকে অকথ্য ভাষায় গালিগালাজও করেন।
তবে থাপড় মারার বিষয়টি অস্বীকার করেছেন ওসি রফিকুল ইসলাম। ঢাকাটাইমসকে তিনি জানান, ঠিকভাবে কাজ বুঝে দিতে না পারায় শামছুলকে মুন্সির দায়িত্ব ছেড়ে দিতে বলি। এর বাহিরে কোনো ঘটনা ঘটেনি। হৃদয়যন্ত্রের সমস্যা হওয়ায় তাকে মেডিকেলে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
জানতে চাইলে লালমনিরহাটের পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান, শামছুল হকের আগে থেকেই হৃদরোগ ছিল। হাসপাতালে ভর্তির পর তার ব্যাপারে সবসময় খোঁজ নেয়া হচ্ছে।