একই ফ্রিজে ব্লাড ব্যাগ-খাবার, চার ক্লিনিককে জরিমানা
প্রকাশ : ২১ সেপ্টেম্বর, ২০১৬ ১৯:৩৫:৩২
একই ফ্রিজে ব্লাড ব্যাগ-খাবার, চার ক্লিনিককে জরিমানা
সিলেট প্রতিনিধি, ঢাকাটাইমস
সিলেট নগরীতে চারটি প্রাইভেট ক্লিনিকে অভিযান চালিয়ে চমকে ওঠার মতো অব্যবস্থাপনা ও অপরিচ্ছনতার চিত্র প্রত্যক্ষ করেছে ভ্রাম্যমাণ আদালত।
ক্লিনিক পাড়া হিসেবে পরিচিত মধুশহীদ এলাকায় এ অভিযানে একটি ক্লিনিকে মেয়াদোত্তীর্ণ রক্ত পাওয়া গেছে। আরেক ক্লিনিকে একই ফ্রিজে রাখা হয়েছে ব্লাড ব্যাগ ও খাবার। এছাড়া অপরিচ্ছন্নতার দায়ে আরো দুটি ক্লিনিককে জরিমানা করা হয়েছে।
সিলেট জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হুদার নেতৃত্বে বুধবার দুপুরের পর এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সিলেট নগরীর মধুশহীদ এলাকার আল-রাইয়ান হাসপাতালে ব্লাড ব্যাগের সাথে একই ফ্রিজে ভাত-তরকারি পাওয়া যায়। জালালাবাদ ক্লিনিকে মেয়াদোত্তীর্ণ রক্তের সাথে একই ফ্রিজে সবজি পাওয়া যায়। এছাড়া গ্রামীণ হাসপাতাল ও ট্রাস্ট মেডিকেল সার্ভিসে অপরিচ্ছন্ন পরিবেশ নজরে আসে ভ্রাম্যমাণ আদালতের।
রক্ত সংরক্ষণে অব্যবস্থাপনা, সময়োত্তীর্ণ লাইসেন্স ও অপরিচ্ছন্ন পরিবেশের কারণে আদালত এই চারটি প্রতিষ্ঠানে দেড় লাখ টাকা জরিমানা করে।
এর মধ্যে আল-রাইয়ান হাসপাতালকেই জরিমানা করা হয় ১ লাখ ৫ হাজার টাকা।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হুদা বলেন, সিলেটের বেশিরভাগ ক্লিনিকের কোনো লাইসেন্স নেই। লাইসেন্স ছাড়াই চলছে এসব প্রতিষ্ঠান। এছাড়া রক্ত সংরক্ষণের সর্বোচ্চ সময়সীমা ২১ দিন হলেও অনেক হাসপাতালে আরো বেশি সময় রক্ত সংরক্ষণ করা হয়। এছাড়া খুবই অপরিচ্ছন্নভাবে এগুলো সংরক্ষণ করা হয়। যা মানবদেহে প্রবেশ করলে উল্টো ক্ষতির কারণ হতে পারে।
তিনি বলেন, পর্যায়ক্রমে নগরীর সকল ক্লিনিকে এভাবে অভিযান চালানো হবে।
আল-রাইয়ান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম নিজের ভুল স্বীকার করে বলেন, আমি সেবিকাদের ভালোভাবে ব্রিফ করতে পারিনি। তাই তারা অপিরিচ্ছন্নভাবে রক্ত সংরক্ষণ করে রেখেছে।
পরে এমন দৃশ্য দেখা গেলে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হুদা।