সিলেটে বহুল আলোচিত ‘সূর্যদীঘল’ বাড়ি থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের মামলায় জেএমবি নেতা শায়খ আবদুর রহমানের দুই সহযোগীর ৩০ বছর কারাদ- দিয়েছে একটি আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ইব্রাহিম মিয়া এই রায় ঘোষণা করেন।
দ-প্রাপ্ত দুই জঙ্গি হলেন, আবদুল আজিজ এবং মাজেদুল ইসলাম হৃদয়। তাদেরকে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও সাত বছরের কারাদ- য়ো হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ইশতিয়াক আহমদ চৌধুরী জানান, ২০০৬ সালের ২ মার্চ শায়খ রহমানকে গ্রেপ্তারে সিলেট মহানগরীর পূর্ব শাপলাবাগ সূর্যদীঘল বাড়িতে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। ওই সময় জঙ্গিরা বাড়ি থেকে বোমার বিস্ফোরণ ঘটায়। তবে যৌথবাহিনী ওই বাড়ি থেকে জেএমবির তৎকালীন শীর্ষ নেতা শায়েখ আবদুর রহমানের পরিবারের কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করে এবং বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে।
ওই ঘটনায় নগরীর কোতোয়ালী থানায় পুলিশ শায়খ আবদুর রহমানসহ নয় জনকে আসামি করে অস্ত্র ও বিস্ফোরক মামলা করে। তদন্ত শেষে ওই বছরের ১৮ মে শায়খ রহমানসহ সাত জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয়। ২০০৮ সালের ২ জানুয়ারি অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। এর আগেই ২০০৭ সালের ৩০ মার্চ শায়খ আব্দুর রহমানের ফাঁসি কার্যকর করা হয়।